KKR vs RCB: 'এল ক্লাসিকোয় নামার আগে ভয় পাচ্ছে কেকেআর,' দাবি আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের

IPL 2025: শনিবার শুরু হচ্ছে আইপিএল ২০২৫। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই হতে চলেছে। ঘরের মাঠে প্রথম ম্যাচে কেকেআর-কে চাপে ফেলার লক্ষ্যে আরসিবি।

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru: শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল ২০২৫-এর (IPL 2025) উদ্বোধনী ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) উপর চাপ তৈরির চেষ্টা করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। তাছাড়া শনিবার ঘরের মাঠে খেলবে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। আইপিএল-এ মুখোমুখি লড়াই তো বটেই, ট্রফি জয়ের হিসেবেও আরসিবি-র চেয়ে এগিয়ে কেকেআর। ফলে আরসিবি-র উপরেই চাপ থাকার কথা। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সে প্রসঙ্গ উঠে এসেছিল। কিন্তু নিজেদের উপর চাপ থাকার কথা অস্বীকার করেছেন ফ্লাওয়ার। উল্টে তাঁর দাবি, প্রথম ম্যাচের আগে কেকেআর-ই চাপে আছে।

ভয় পাচ্ছে কেকেআর!

Latest Videos

ইডেন গার্ডেন্স বরাবরই প্রতিপক্ষ দলগুলিকে চাপে ফেলে দেয় কেকেআর। ফলে শনিবার আরসিবি-র কাজও কঠিন হতে চলেছে। সাংবাদিক বৈঠকে ফ্লাওয়ারের দিকে সেই প্রশ্নই ধেয়ে গিয়েছিল। এক সাংবাদিক প্রশ্ন করেন, কলকাতায় কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচটি 'ভয়ঙ্কর' হবে কি না। জবাবে ফ্লাওয়ার মজার ছলে বলেন, কেকেআর তাঁর দল আরসিবি-র মুখোমুখি হতে সমস্যায় পড়বে। তিনি আশা করছেন, আইপিএল ২০২৫-এর শুরুটা এল ক্লাসিকোর মতো হবে। আরসিবি-র প্রধান কোচের কথায়, ‘হ্যাঁ, এটা খুবই ভীতিকর, তবে কেকেআর-এর জন্য। আশা করি এই ম্যাচ এল ক্লাসিকোর মতো হবে। আইপিএল ২০২৫-এর শুরুটা দুর্দান্তভাবে হবে।’

 

 

আরসিবি-র চেয়ে এগিয়ে কেকেআর

ফ্লাওয়ার যতই তাঁর দলকে এগিয়ে রাখার চেষ্টা করুন না কেন, তাঁর দলই আসলে সবদিক থেকে পিছিয়ে। আইপিএল-এর ইতিহাসে আরসিবি ও কেকেআর শনিবার ৩৫-তম বারের জন্য মুখোমুখি হচ্ছে। ২০০৮ সালে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে গতবারের আইপিএল পর্যন্ত গত ৩৪ সাক্ষাতে ২০ বার জয়ী হয়েছে কেকেআর। সেখানে আরসিবি ১৪ ম্যাচ জিতেছে। দুই দলের মধ্যে শেষ লড়াই হয়েছে আইপিএল ২০২৪-এর লিগ পর্বে। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচে টানটান লড়াই হয়। আরসিবি-কে মাত্র এক রানে হারিয়ে দেয় কেকেআর। এই কারণেই হয়তো এবার ইডেনে কেকেআর-এর মুখোমুখি হওয়ার আগে নিজেদের উপর থেকে চাপ কমানোর চেষ্টা করছেন ফ্লাওয়ার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী