Rohit Sharma: টানা ব্যর্থতা, মুম্বই ইন্ডিয়ানসের কাছে বোঝা হয়ে যাচ্ছেন রোহিত শর্মা

Published : Apr 08, 2025, 02:49 PM ISTUpdated : Apr 08, 2025, 03:30 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

Rohit Sharma, IPL 2025: আইপিএল-এর (IPL 2025) গত মরসুম থেকেই মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) অধিনায়ক নন রোহিত শর্মা (Rohit Sharma)। এবার তিনি একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। ফলে সমালোচনা শুরু হয়েছে।

Rohit Sharma, Mumbai Indians: শুরুতে সহানুভূতি ছিল। কিন্তু টানা ব্যর্থতায় সেসব উধাও হয়ে গিয়েছে। এখন আর কেউ সেভাবে রোহিত শর্মার (Rohit Sharma) পাশে থাকছেন না। বরং মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) দল থেকে এই তারকা ব্যাটারকে বাদ দেওয়ার দাবি উঠতে শুরু করেছে। সমর্থকরা রোহিতের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন। চলতি আইপিএল-এ (IPL 2025) পাঁচ ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ানস। এর মধ্যে চার ম্যাচে খেলেছেন রোহিত। তাঁর মোট রান ৩৮। সোমবার ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে ৯ বল খেলে ১৭ রান করেন রোহিত। তিনি শুরুটা ভালো করেছিলেন। জোড়া বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। যশ দয়ালের (Yash Dayal) বলে বোল্ড হয়ে যান। এই ম্যাচেও প্রথম একাদশে ছিলেন না রোহিত। তাঁকে ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু নিজে যেমন সাফল্য পাননি, তেমনই দলও হেরে গিয়েছে। ফলে সমালোচিত হচ্ছেন রোহিত।

রোহিত শর্মাকে দলে রাখা হাতি পোষার সমান!

রোহিতের তীব্র সমালোচনা করে 'এক্স' হ্যান্ডলে মুম্বই ইন্ডিয়ানসের এক সমর্থক লিখেছেন, ‘ঘরে যে হাতি আছে, এবার সে বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে। রোহিত শর্মা কবে ভালো খেলবেন? খেলোয়াড় হিসেবে তাঁর দলে থাকা কি নিশ্চিত? রোহিত ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন কি না, তার উপর নির্ভর করছে এবারও মুম্বই সবার শেষ থাকবে কি না। এই দলের সবচেয়ে বড় সমস্যা হল ওপেনিং ও ফিনিশিং।’

প্রাক্তন ক্রিকেটাররাও রোহিতের পারফরম্যান্সে অখুশি

রবি শাস্ত্রী, ইয়ান বিশপের মতো প্রাক্তন ক্রিকেটাররাও রোহিতের ক্রমাগত ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। বিশপ বলেছেন, শুরুতে ১২-১৫ রান করলে হবে না। রোহিতকে বড় স্কোর করতে হবে। শাস্ত্রীও তাঁর সঙ্গে একমত। তিনি বলেছেন, রোহিতকে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। প্রতি ম্যাচে ৪০ বা ৬০ রান করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?