IPL 2025 Playoffs: সত্যিই যেন ২২ গজে মহারণ। বিশ্বের অন্যতম সেরা মেগা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা তথা আইপিএল-এর মঞ্চে অন্যতম একটি উপভোগ্য ম্যাচ হতে চলেছে এটি (rcb vs punjab)। বৃহস্পতিবার সন্ধ্যায়, চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Punjab Kings vs Royal Challengers Bengaluru)।
নিঃসন্দেহে দুর্দান্ত ক্রিকেট অপেক্ষা করে রয়েছে। আর দুটি দলই কিন্তু গোটা প্রতিযোগিতায় অনবদ্য ক্রিকেট উপহার দিয়েছে। সবথেকে বড় বিষয়, পাঞ্জাব এবং বেঙ্গালুরুকে কিন্তু একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরছেন (punjab kings vs royal challengers bengaluru)।
পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজে ভালো ফর্মে আছেন। যার সুফল পাচ্ছে তাঁর দলও। গত মরশুমে কেকেআর-কে চ্যাম্পিয়ন করেছিলেন। এবার যদিও মেগা অকশনে নাইটরা তাঁকে ছেঁটে ফেলে। কিন্তু পাঞ্জাব শ্রেয়সকে রেকর্ড অর্থের বিনিময়ে দলে নেয়। আর সেই পাঞ্জাবে যোগ দিয়েই ফের একবার জাত চেনালেন শ্রেয়স আইয়ার। আর বিরাট কোহলি তো নিঃসন্দেহে দুরন্ত ক্রিকেট উপহার দিচ্ছেন। যেটা বেঙ্গালুরুর জন্য ভীষণ ভালো একটা দিক (PBKS vs RCB live update)।
তাছাড়া দুটি দলেরই টিম কম্বিনেশন দারুণ জায়গায় আছে। যেটা নক-আউট পর্বের ম্যাচে বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে, গ্রুপ পর্যায়ের লড়াই শেষে পাঞ্জাব ছিল ১ নম্বরে এবং বেঙ্গালুরু ছিল ২ নম্বরে। অর্থাৎ, এদিন এক বনাম দুইয়ের লড়াই (PBKS vs RCB Live score)।
এই পিচে প্রথম ইনিংসের গড় স্কোর ১৭৩। এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলা হয়েছে এই মাঠে। তার মধ্যে তিনটিতেই প্রথমে ব্যাট করে জয় এসেছে। এক্ষেত্রে বৃহস্পতিবারের ম্যাচে যে দল টসে জিতবে, তারা ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে পারে (kings vs royal challengers)।
এখনও পর্যন্ত দুই দলের যতবার সাক্ষাৎ হয়েছে, তার মধ্যে ১৮ বার জিতেছে পাঞ্জাব এবং ১৭ বার বেঙ্গালুরু।
গত ২০২০ সাল থেকে মোট ৬টি মরশুমের মধ্যে ৫টিতেই প্লে-অফে উঠেছে আরসিবি। কিন্তু এই প্রথমবার তারা লিগ টেবিলের দ্বিতীয় দল হিসেবে খেলতে নামছে। উল্টোদিকে, পাঞ্জাবও গত মরশুমে পরাজিত হয় নক-আউট পর্বে (Punjab Kings vs Royal Challengers Bengaluru)।
তবে এবার পরিস্থিতি অনেক আলাদা। দুটি দলই মারাত্মক ফর্মে আছে। কিন্তু ম্যাচ চণ্ডীগড়ের মাঠে, তাহলে কি বাড়তি সুবিধা পাবে পাঞ্জাব? উত্তর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।