
Glenn Maxwell Finger Injury: আইপিএল ২০২৫ (IPL 2025) নিলামে দর উঠেছিল ৪.২ কোটি টাকা। দল আশা করেছিল ভালো পারফরম্যান্স দেখাবেন। কিন্তু ৬ ম্যাচ খেলে করেন মাত্র ৪৮ রান। গত চার ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি। অফ স্পিন বোলিং করে নেন চার উইকেট। কিন্তু এই পারফরম্যান্স যথেষ্ট ছিল না। টিম ম্যানেজমেন্ট বিরক্ত হলেও, ছেঁটে ফেলতে পারছিল না। চোট সেই সুযোগ এনে দিল। আঙুল ভেঙে যাওয়ায় এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) তারকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ফলে হাঁফ ছেড়ে বেঁচেছে দল। মুখে অবশ্য কেউই স্বীকার করছেন না। সবাই এই তারকা ক্রিকেটারের চোটে দুঃখপ্রকাশ করছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি হল, ম্যাক্সওয়েলের পারফরম্যান্স দলকে কোনওভাবেই সাহায্য করতে পারছিল না। ফলে তাঁর পরিবর্তে অন্য কেউ ভালো পারফরম্যান্স দেখালে দলের লাভ হবে।
বুধবার আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মুখোমুখি হয় পাঞ্জাব কিংস। সেই ম্যাচের আগে টসের সময় ম্যাক্সওয়েলের চোটের কথা জানান অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তিনি জানান, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ওর আঙুল ভেঙে গিয়েছে। ওর পরিবর্ত হিসেবে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। তবে আমাদের দলের সবার মনোবল তুঙ্গে। আমাদের দলের প্রথম একাদশের বাইরেও যারা আছে, তারা সবাই ভালো ক্রিকেটার। আমাদের দলে এমন অনেক ক্রিকেটার আছে যারা ম্যাচ জেতাতে পারে। ফলে আমরা সবসময় সেই চেষ্টাই করে যাচ্ছি।’ অস্ট্রেলিয়ার জাতীয় দল এবং আইপিএল-এ পাঞ্জাব কিংসে ম্যাক্সওয়েলের সতীর্থ মার্কাস স্টোইনিসও চোট নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, এই অলরাউন্ডার চোট পাওয়ার পর স্ক্যান করাতে গিয়েছিলেন। স্ক্যানের ফল মোটেই ভালো না। সিএসকে-র বিরুদ্ধে ম্যাচের আগে স্টোইনিস জানান, ‘ম্যাক্সি ভাবতে পারেনি চোট এতটা গুরুতর হয়ে যাবে। কিন্তু শেষপর্যন্ত ঠিক সেটাই হল। ও স্ক্যান করাতে গিয়েছিল। স্ক্যানের ফল একেবারেই ভালো না। ম্যাক্সির পক্ষে এটা দুর্ভাগ্যজনক। আমার মনে হচ্ছে ও এই টুর্নামেন্টে আর খেলতে পারবে না।’ পাঞ্জাব কিংস সূত্রে জানা গিয়েছে, অনুশীলনের সময় চোট পান ম্যাক্সওয়েল। সেই চোটের কারণেই তাঁর পক্ষে আর চলতি আইপিএল-এ খেলা সম্ভব হবে না।
পাঞ্জাব কিংসের দ্বিতীয় বিদেশি ক্রিকেটারের চোট
চলতি আইপিএল-এর শুরুতে চোট পেয়ে ছিটকে যান পাঞ্জাব কিংসের কিউয়ি পেসার লকি ফার্গুসন (Lockie Ferguson)। এবার ম্যাক্সওয়েলও চোট পেয়ে ছিটকে গেলেন। ফার্গুসনের পরিবর্ত হিসেবে কারও নাম ঘোষণা করেনি পাঞ্জাব কিংস। এখনও ম্যাক্সওয়েলের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। এ প্রসঙ্গে পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিং জানিয়েছেন, ‘আমরা পরিবর্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করব। আমরা ১২-তম ম্যাচ পর্যন্ত পরিবর্ত ক্রিকেটার নিতে পারি। ফলে আমাদের হাতে এখনও দুই ম্যাচ আছে। আমাদের দলে এখন যে ক্রিকেটাররা আছে, তাতে কোনও সমস্যা নেই। আমাদের মূল দল একই আছে। তবে আমরা পরিবর্ত ক্রিকেটারদের খোঁজ করছি। আমাদের দলে থাকা আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai), অ্যারন হার্ডি (Aaron Hardie) এখনও খেলার সুযোগ পায়নি। সিএসকে-র বিরুদ্ধে খেলার সুযোগ পেল না জেভিয়ের বার্টলেট (Xavier Bartlett)। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী দলের সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে। আমরা যখন ধরমশালায় খেলতে যাব, তখন বার্টলেট দলে ফিরবে। কারণ, ধরমশালায় বল স্যুইং করতে পারে। এছাড়া উইকেটে বাউন্সও থাকতে পারে। আমাদের ধৈর্য ধরতে হবে। ম্যাক্সি মাত্র দুই দিন হল চোট পেয়েছে। লকি দুই বা তিন সপ্তাহ আগে চোট পেয়েছে। এই সময় পিএসএল চলছে। ফলে পরিবর্ত হিসেবে ভালো কোনও ক্রিকেটারকে পাওয়া কঠিন। ফলে আমাদের শান্ত থাকতে হবে। আমরা ভারতের প্রতিভাবান ক্রিকেটারদের দিকেও নজর রেখেছি। পরিবর্ত হিসেবে ভারতীয় ক্রিকেটারদেরও দলে নিতে পারি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।