IPL 2025, RR vs KKR: বুধবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচের পর রিয়ান পরাগকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।
Riyan Parag: এক অনুরাগী নিজে থেকেই মাঠে ঢুকে পড়ে রিয়ান পরাগের (Riyan Parag) পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, না কি নিজের প্রচারের জন্য তাঁকে টাকা দিয়েছিলেন আইপিএল-এ (IPL 2025) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক? অনেকেই দাবি করছেন, যে তরুণ মাঠে ঢুকে পরাগের পায়ে হাত দিয়ে প্রণাম করেন, তাঁকে ১০,০০০ টাকা দেওয়া হয়েছিল। গত শনিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে এক দর্শক মাঠে ঢুকে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) তারকা বিরাট কোহলির (Virat Kohli) পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অনেকে দাবি করছেন, সেই ঘটনা দেখে নিজের প্রচারের জন্য টাকা দিয়ে এক তরুণকে দিয়ে এই কাণ্ড করান পরাগ। যদিও ক্রিকেটপ্রেমীদের একাংশ আবার দাবি করছেন, ওই তরুণ নিজে থেকেই মাঠে ঢুকে পড়ে পরাগকে প্রণাম করেন।
গুয়াহাটিতে পরাগকে ঘিরে উন্মাদনা
পরাগের নিজের শহর গুয়াহাটি। তাঁর জন্যই অসমের বেশিরভাগ ক্রিকেটপ্রেমী আইপিএল-এ রাজস্থান রয়্যালসের সমর্থক। এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম গ্রাউন্ড বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। বুধবার এই স্টেডিয়ামে চলতি আইপিএল-এর প্রথম ম্যাচ হয়। এই ম্যাচে রাজস্থানের অধিনায়ক ছিলেন পরাগ। তিনি টস করতে যেতেই স্থানীয় ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পাল্টা অনুরাগীদের অভিবাদন জানান পরাগ। তিনি ১৭ বছর বয়স থেকে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। পারফরম্যান্স যেমনই থাকুক না কেন, এই ফ্র্যাঞ্চাইজি তাঁর উপর ভরসা রেখেছে। এবার নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের চোট থাকায় অস্থায়ী অধিনায়ক হিসেবে পরাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথমবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে খেললেন পরাগ।
অধিনায়ক হিসেবে খারাপ শুরু পরাগের
রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে খেললেও, এখনও কোনও ম্যাচেই দলকে জেতাতে পারেননি পরাগ। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) পর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে হেরে গিয়েছেন পরাগরা। ফলে তাঁদের উপর চাপ তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।