IPL Mega Auction: রেকর্ড অর্থের বিনিময়ে লখনউ পাড়ি দিলেন ঋষভ পন্থ, সবথেকে দামি ক্রিকেটার তিনিই

Published : Nov 24, 2024, 05:07 PM ISTUpdated : Nov 24, 2024, 05:55 PM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

সব মাইলস্টোন ভেঙে দিলেন একাই। 

আইপিএল নিলামে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁর দাম উঠল মোট ২৭ কোটি টাকা। দিল্লী ক্যাপিটালস রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেও তাঁকে দলে নিতে পারল না। পন্থকে কার্যত, ছিনিয়ে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস।

রবিবারের নিলামে পন্থকে নেওয়ার সর্বপ্রথম বিড করে লখনউ। কিন্তু একের পর এক অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি বিড শুরু করতেই খেলা জমে যায়। যেন টানটান উত্তেজনার নিলাম পর্ব। কিন্তু শেষপর্যন্ত লড়ে যায় লখনউ টিম ম্যানেজমেন্ট। এদিন লখনউয়ের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদও লড়াইতে চলে আসে। চোখের নিমেষে তিনি পৌঁছে যান ২০.৭৫ কোটি টাকাতে।

কিন্তু এরপর দিল্লিকে আরটিএম-এর জন্য প্রশ্ন করা হয়। দিল্লী আরটিএম ব্যাবহার করার পর, লখনউ সরাসরি পন্থের জন্য ২৭ কোটি টাকা দর দেয়। তবে এরপর আর দিল্লী এগোয়নি। ফলে, ২৭ কোটি টাকাতে লখনউ কিনে নেয় এই তারকা উইকেটকিপার-ব্যাটারকে। 

উল্লেখ্য, এখনও পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি আইপিএল ম্যাচে তিনি মাঠে নেমেছেন। ২৭ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটারকে আসন্ন ২০২৫ সালের আইপিএলে লখনউয়ের হয়ে মাঠে নামতে দেখা যাবে। এমনিতেই তাঁকে যখন আইপিএল মেগা নিলামের আগে দিল্লী ক্যাপিটালস ধরে রাখেনি, তখনই অনেকে মনে করেছিলেন যে, আইপিএল-এর মেগা নিলামে কোটি কোটি টাকা উড়বে পন্থের জন্য। আর ঠিক সেটাই হল এদিন। রেকর্ড অর্থের বিনিময়ে ঋষভ পন্থকে কিনে নিল লখনউ সুপার জায়ান্টস। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে