IPL Auction 2026: কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বই, পাঞ্জাব, গুজরাত এবং বেঙ্গালুরু? দেখে নিন পুরো তালিকা

Published : Nov 15, 2025, 07:14 PM IST
IPL Auction 2026: কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বই, পাঞ্জাব, গুজরাত এবং বেঙ্গালুরু? দেখে নিন পুরো তালিকা

সংক্ষিপ্ত

IPL Auction 2026: পাঞ্জাব কিংস মোট ৫ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। সেই তালিকায় আছেন জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, কুলদীপ সেন এবং প্রবীণ দুবে।

IPL Auction 2026: আইপিএল নিলামের আগেই রিটেনশনের তালিকা সামনে এল। প্রসঙ্গত, আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএল-এর মেগা নিলাম (ipl auction 2026)। তার আগে শনিবার, সমস্ত দলের রিটেইনড ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হল (IPL 2025 mega auction news)। 

কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হল?

মুম্বই ইন্ডিয়ান্সঃ প্রথমেই আসা যাক মুম্বই ইন্ডিয়ান্সের কথায়। মোট ৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা। সেই তালিকায় রয়েছেন সত্যনারায়ণ রাজু, রিসি টোপলে, কেএল শ্রীজিৎ, কর্ম শর্মা, বেভন জ্যাকবস, মুজির উর রহমান, লিজ়াড উইলিয়ামস এবং ভিগনেশ পুথুর। অন্যদিকে, অর্জুন তেন্ডুলকরকে ট্রেড করা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে। তারপরেও নিলামের আগে সবচেয়ে কম টাকা থাকছে মুম্বইয়ের হাতে। কারণ, তারা যে সমস্ত ক্রিকেটারদের ছেড়েছে, তাদের কারও ভ্যালু কোটি টাকার উপরে নয়। নিলামের আগে তাদের হাতে থাকছে ২.৭৫ কোটি টাকা। 

পাঞ্জাব কিংসঃ এবার কথা বলব পাঞ্জাব কিংস নিয়ে। মোট ৫ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে প্রীতি জিন্টার দল। সেই তালিকায় আছেন জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, কুলদীপ সেন এবং প্রবীণ দুবে। নিলামের আগে তাদের হাতে থাকছে ১১.৫ কোটি টাকা।

খুব বড় কোনও ক্রিকেটারকে ছাড়েনি গুজরাত

গুজরাত টাইটান্সঃ তবে গুজরাত টাইটান্স কিন্তু খুব বড় কোনও ক্রিকেটারকে দল থেকে ছাড়েনি। শেরফানে রাদারফোর্ডকে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বিক্রি করেছে তারা। এছাড়া ছেড়ে দেওয়া হয়েছে মহীপাল লোমরোর, করিম জনত, দাসুন শনাকা, জেরাল্ড কোয়েৎজে এবং কুলওয়ান্ত খেজরোলিয়াকে। যেহেতু তাদের ভ্যালু খুব একটা বেশি নয়, তাই বিরাট অঙ্কের টাকা নিয়ে গুজরাত নিলামে নামতে পারবে না। নিলামের আগে তাদের হাতে থাকছে ১২.৯ কোটি টাকা। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট ৮ জন ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দিয়েছে। কাউকেই কোনও দলের কাছে বিক্রি করা হয়নি। ফলে, গত মরশুমের চ্যাম্পিয়ন দল থেকে বাদ পড়লেন স্বস্তিক চিকারা, ময়াঙ্ক আগরওয়াল, টিম সেইফার্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভানদাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজ়ারাবানি এবং মোহিত রাঠি। নিলামের আগে তাদের হাতে থাকছে ১৬.৪ কোটি টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম