এবারের আইপিএল-এর নিলাম শেষ, শুক্রবার কোচিতে নিলামে ছিলেন ৪০৫ জন ক্রিকেটার, তাঁদের মধ্যে দল পেলেন ৮০ জন। ফ্র্যাঞ্চাইজিগুলি খরচ করল মোট ১৬৭ কোটি টাকা।
এবারের আইপিএল-এর নিলাম শেষ। শুক্রবার কোচিতে নিলামে ছিলেন ৪০৫ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে দল পেলেন ৮০ জন। ফ্র্যাঞ্চাইজিগুলি খরচ করল মোট ১৬৭ কোটি টাকা।১০টি ফ্র্যাঞ্চাইজি এদিন ৫১ জন ভারতীয় ও ২৯ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিল। কলকাতা নাইট রাইডার্স ৫.৪ কোটি টাকা খরচ করে ৮ জন ক্রিকেটারকে দলে নিল। বাংলাদেশের তারকা শাকিব আল-হাসান ও লিটন দাস ছাড়াও তামিলনাড়ুর ডানহাতি ব্যাটার এন জগদীশন, হরিয়ানার বৈভব অরোরা, দিল্লির তরুণ ক্রিকেটার সূয়শ শর্মা, নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ওয়াইজি, দিল্লির কুলবন্ত খেজরোলিয়া, পাঞ্জাবের মনদীপ সিংকে ৫০ লক্ষ টাকা দিয়ে দলে নেওয়া হয়েছে।