গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস | এবারের আইপিএল-এ প্রথমবার ঘরের মাঠে খেলতে নামছে ডেভিড ওয়ার্নারের দল। চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে না গেলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতেন পন্থই।
মঙ্গলবার আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএল-এ প্রথমবার ঘরের মাঠে খেলতে নামছে ডেভিড ওয়ার্নারের দল। গ্যালারিতে থাকবেন ঋষভ পন্থ। এমনকী, তাঁকে ডাগআউটেও দেখা যেতে পারে। চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে না গেলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতেন পন্থই। এখন মাঠের বাইরে থেকেই তিনি দলকে উদ্দীপ্ত করার চেষ্টা করছেন। প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফলে মঙ্গলবার ওয়ার্নারদের ঘুরে দাঁড়ানোর লড়াই। অন্যদিকে, এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে গুজরাট টাইটানস। ফলে আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামছে হার্দিক পান্ডিয়ার দল |