ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। তবে ওপেন করবেন না এই বাঁ হাতি ব্যাটার, তিনি মিডল অর্ডারে ব্যাটিং করতে নামবেন।
বুধবার হায়দরাবাদে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজের প্রথম ম্যাচ হায়দরাবাদে। তার আগের দিন মঙ্গলবার ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, কিউয়িদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। তবে ওপেন করবেন না এই বাঁ হাতি ব্যাটার। তিনি মিডল অর্ডারে ব্যাটিং করতে নামবেন। রোহিত আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে যেভাবে বিস্ফোরক ব্যাটিং করেন ঈশান, সেভাবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ব্যাটিং করবেন ঈশান। কোমরের চোটের জন্য এই সিরিজে খেলতে পারবেন না মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। তাঁর বদলে দলে এসেছেন রজত পতিদার।