
Kennington Oval Test: হাতে দু'দিনেরও বেশি সময়। ভারতীয় দলের দরকার ১০ উইকেট। ইংল্যান্ডের দরকার ৩৭৪ রান। এই জায়গায় দাঁড়িয়ে ওভাল টেস্ট। প্রথম ইনিংসে ভারতের বোলারদের ভালো পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ব্যাটাররা। ফলে এই ম্যাচে ভারতীয় দলের জয়ের আশা উজ্জ্বল। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna), মহম্মদ সিরাজরা (Mohammed Siraj) প্রথম ইনিংসে যেভাবে বোলিং করেছেন, দ্বিতীয় ইনিংসে সেরকম বোলিং করতে পারলে জয় পেতে পারে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করার পর আকাশ দীপের (Akash Deep) আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এবার তিনি ভালো বোলিং করবেন বলে আশায় ভারতীয় শিবির। প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এবার দ্বিতীয় ইনিংসে ৩৭৪ রানের টার্গেট তাড়া করা অত্যন্ত কঠিন। রবিবার ম্যাচের চতুর্থ দিনই জয় পেতে পারে ভারতীয় দল।
ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। এই তরুণ ব্যাটার ১৬৪ বলে ১১৮ রান। নৈশপ্রহরী হিসেবে চার নম্বরে ব্যাটিং করতে নেমে ৯৪ বলে ৬৬ রান করেন আকাশ দীপ। ৭৭ বলে ৫৩ রান করেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ৪৬ বলে ৬৩ রান করেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ৪৬ বলে ৩৪ রান করেন ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবর্তে খেলার সুযোগ পাওয়া উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)।
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন জশ টাং (Josh Tongue)। এই পেসার ৩০ ওভার বোলিং করে ৪ মেডেন-সহ ১২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। ২৭ ওভার বোলিং করে ৩ মেডেন-সহ ১২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন গাস অ্যাটকিসন (Gus Atkinson)। ২২ ওভার বোলিং করে ২ মেডেন-সহ ৯৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জেমি ওভারটন (Jamie Overton)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।