রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কেরালা বনাম হরিয়ানা, কোন দল এগিয়ে?

শেষ ম্যাচ জিতে দুই দলই পঞ্চম ম্যাচে নামছে।

রঞ্জি ট্রফিতে বুধবার (১৩ নভেম্বর) হরিয়ানার মুখোমুখি হবে কেরালা। হরিয়ানার হোম গ্রাউন্ড রোহতকের বানসি লাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ সি-তে শীর্ষে থাকা দল হরিয়ানা। পাঞ্জাবের বিপক্ষে ৩৭ রানের অপ্রত্যাশিত জয়ের পর ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে হরিয়ানা। চার ম্যাচ শেষে কেরালার ১৫ পয়েন্ট। দুটি জয় এবং দুটি ড্র তাদের ঝুলিতে। দুই দলেরই দুটি করে জয় ও ড্র রয়েছে। আগামীকাল শুরু হতে যাওয়া ম্যাচে জিততে পারলে কেরালার পরবর্তী প্রতিপক্ষ মধ্যপ্রদেশ ও বিহার।

শেষ ম্যাচ জিতে দুই দলই পঞ্চম ম্যাচে নামছে। কেরালা তাদের শেষ ম্যাচে উত্তরপ্রদেশের বিপক্ষে বিশাল জয় পেয়েছিল। থুম্বা, সেন্ট জেভিয়ার্স গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ইনিংস ও ১১৭ রানে জিতেছিল কেরালা। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের ১৬২ রানের বিপক্ষে কেরালা ২৩৩ রানের লিড নিয়েছিল। সালমান নিজার (৯৩), শচীন বেবি (৮৩) রানের ইনিংসের সুবাদে কেরালা ৩৯৫ রান সংগ্রহ করে। পরে দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশ ১১৬ রানে অলআউট হয়। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করা জালাজ সাক্সেনা কেরালাকে জয় এনে দিয়েছিলেন।

Latest Videos

হরিয়ানা পাঞ্জাবের বিপক্ষে ৩৭ রানে জিতেছিল। প্রথম ইনিংসে হরিয়ানাকে ১১৪ রানে গুটিয়ে পাঞ্জাবের বোলাররা জয়ের আশা জাগিয়েছিলেন। তবে পাঞ্জাবের প্রথম ইনিংস ১৪১ রানে শেষ করে হরিয়ানা পাল্টা আঘাত হানে। বিশাল লিড এড়ানো হরিয়ানা দ্বিতীয় ইনিংসে ২৪৩ রান করে ২১৬ রানের লিড পায়। ২১৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঞ্জাব ১৭৯ রানে অলআউট হয়ে ৩৭ রানে হেরে যায়।

ভারতের হয়ে খেলা তিন তারকা হরিয়ানার দলে রয়েছেন। যুজবেন্দ্র চাহাল, হার্শাল প্যাটেল, জয়ন্ত যাদব হলেন দলের জাতীয় তারকা। অপরদিকে, কেরালা দলে কোনও পরিবর্তন আসবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

কেরালা দল: বৎসল গোবিন্দ, রোহন কুন্নুম্মাল, বাবা অপরাজিত, আদিত্য সর্বতে, শচীন বেবি (অধিনায়ক), অক্ষয় চন্দ্রন, সালমান নিজার, জালাজ সাক্সেনা, মোহাম্মদ আজহারউদ্দিন (উইকেটরক্ষক), বেসিল থাম্পি, কেএম আসিফ, এমডি নিধীশ, বিষ্ণু বিনোদ, ফজিল বিনোদ, কৃষ্ণ প্রসাদ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল