IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে

Published : Dec 07, 2025, 04:58 PM IST
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে

সংক্ষিপ্ত

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করেই, সিরিজে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত। 

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পর, একদিনের সিরিজে জয় ভারতের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির একটা বিষয়। মূলত, শক্তিশালী ব্যাটিংয়ের উপর ভর করেই টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেয়েছে। 

'ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট'

দলের ব্যাটিংকে কার্যত, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত-কোহলি জুটি। ভারতীয় ব্যাটিংয়ের জন্য রোহিত শর্মা এবং বিরাট কোহলি যে এখনও কতটা গুরুত্বপূর্ণ, তা এই একদিনের সিরিজ যেন আবারও স্পষ্ট করে দিয়েছে। টেস্টে হোয়াইটওয়াশের পর, রোহিত-কোহলি জুটি দলে ফিরে আসতেই ভারতীয় ব্যাটিং যেন নতুনভাবে জেগে ওঠে এবং সেই সুবাদেই শেষপর্যন্ত, সিরিজ জয়।

একদিকে লড়াই এবং অন্যদিকে, আক্রমণাত্মক ব্যাটিং! সবমিলিয়ে, অনবদ্য ক্রিকেট শো। উল্লেখযোগ্য বিষয় হল, একদিনের সিরিজে প্রথম দুই ম্যাচেই দলের মোট রান ৩০০ ছাড়িয়ে যায়। তৃতীয় ম্যাচে ৪০ ওভারেই, ২৭০ রানে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। 

তিনটি ম্যাচেই রোহিত-কোহলি জুটির একজন এক প্রান্ত আগলে রাখেন। তিন ম্যাচে ৩০২ রান করে কোহলি সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ১১৭ স্ট্রাইক রেট রেখে ১২টি ছক্কা ও ২৪টি চার মারেন কিং কোহলি। শুধু তাই নয়, ঝুলিতে দুটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি।

দুজনেই বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেন

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার জেতা ক্রিকেটার হচ্ছেন বিরাট কোহলি। তিনি সচিন তেন্ডুলকারকে কার্যত, পিছনে ফেলে দিয়েছেন। রোহিত শর্মা করেছেন ১৪৬ রান। সেইসঙ্গে, হিটম্যানের ঝুলিতে রয়েছে ২টি হাফ সেঞ্চুরি। 'ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট'—এই কথাটাই যেন জোর গলায় বারবার নিজেদের ইনিংসের মধ্য দিয়ে ঘোষণা করছেন রোহিত-কোহলি জুটি। 

তবে সিরিজ শুরুর আগে থেকে রোহিত-কোহলি জুটির ফর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করা হলেও, সিরিজের শেষে এটাি মনে করিয়ে দেওয়া যায় যে, তারকারা আদতে তারকাই থাকেন। ভারত নতুন বছরে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলতে নামবে। আপাতত রোহিত-কোহলি শো-তে কিছুটা বিরতি। এই সময়ের মধ্যে দুজনেই বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা