টানা ৩ ম্যাচ হারের পর রবিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াই কলকাতা নাইট রাইডার্সের। পরপর হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া নীতীশ রানার দল |
টানা ৩ ম্যাচ হারের পর রবিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লড়াই কলকাতা নাইট রাইডার্সের। পরপর হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া নীতীশ রানার দল। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং একেবারেই ভালো হয়নি। জেসন রয় ও আন্দ্রে রাসেল ছাড়া কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। সিএসকে-র বিরুদ্ধে একই ভুল করতে নারাজ কেকেআর। ঘরের মাঠে জয় পেতে স্পিনারদের উপর ভরসা করছেন নীতীশ। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সূযশ শর্মারা ঘূর্ণিতে মহেন্দ্র সিং ধোনিদের কাবু করতে তৈরি। সিএসকে দারুণ ছন্দে আছে। ফলে কেকেআর-এর কাজটা সহজ হবে না। ইডেনে এটাই হয়তো ধোনির শেষ ম্যাচ। ফলে সিএসকে অধিনায়ক ফের ভালো পারফরম্যান্স দেখাতে চাইবেন।