LSG vs CSK Live Updates: লখনউতে জোর টক্কর! চেন্নাইয়ের বিরুদ্ধে ১৬৬ রান তুললেন নিকোলাস পুরানরা

Published : Apr 14, 2025, 09:28 PM ISTUpdated : Apr 14, 2025, 10:02 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

LSG vs CSK Live Updates: লখনউয়ের ২২ গজে চলছে জোর লড়াই। মুখোমুখি লখনউ বনাম চেন্নাই (LSG vs CSK)।

LSG vs CSK Live Updates: আইপিএল-এর (IPL 2025 ) মঞ্চে অন্যতম হাইভোল্টেজ ম্যাচে সোমবার, ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস (Lucknow Super Giants vs Chennai Super Kings)।

 

 

সেই ম্যাচেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলল লখনউ (LSG)। এদিন টসে জিওতে বোলিং নেয় চেন্নাই। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে লখনউ। এইডেন মার্করাম ফিরে যান মাত্র ৬ রানে। মিচেল মার্শও এদিন ব্যর্থ হন। তাঁর ঝুলিতে মাত্র ৩০ রান (IPL 2025 live score)। অন্যদিকে, চলতি আইপিএলে লাগাতার ভালো পারফর্ম করা নিকোলাস পুরানের সংগ্রহে মাত্র ৮ রান। ফলে, বোঝাই যাচ্ছে যে, সোমবারের ম্যাচে চূড়ান্ত ব্যর্থ লখনউয়ের ওপেনিং এবং মিডল অর্ডার জুটি (LSG vs CSK 2025 Live score)।

তবে দলের সেই কঠিন পরিস্থিতিতে জ্বলে ওঠেন অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। খেলেন ৪৯ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়া আয়ূষ বাদোনি করেন ২২ রান, এবং আবদুল সামাদ ২০ রান। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলল লখনউ সুপার জায়ান্টস (LSG vs CSK Live score)। 

উল্টোদিকে চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট পান মাথিশা পাথিরানা এবং রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট পেয়েছেন খলিল আহমেদ এবং আনশুল কাম্বোজ। জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে সিএসকে (CSK)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Yashasvi Jaiswal: একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেও বিশ্রাম নয়! মুম্বইয়ের হয়ে টি-২০ খেলতে নামছেন জয়সওয়াল
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান