LSG vs MI Live Updates: ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান লখনউয়ের, জয় পাবেন হার্দিকরা?

Published : Apr 04, 2025, 09:21 PM ISTUpdated : Apr 04, 2025, 11:13 PM IST
IPL 2025

সংক্ষিপ্ত

LSG vs MI Live Updates: আইপিএল-এর (IPL 2025) মঞ্চে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি লখনউ বনাম মুম্বই (LSG vs MI)।

LSG vs MI Live Updates: মেগা টি-২০ ক্রিকেট ক্রিকেট লিগ আইপিএলে শুক্রের সন্ধ্যায় কার্যত, ধুন্ধুমার ক্রিকেটের। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Lucknow Super Giants vs Mumbai Indians Match)।

 

 

আর সেই ম্যাচেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তুলল লখনউ (LSG)। এদিন টসে জিতে বোলিং নেয় মুম্বই। প্রাথমিকভাবে এই পিচে টসে জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত কিছুটা ঠিক বলেই মনে হচ্ছিল। তবে লখনউ ব্যাটিং শুরু করতেই বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল (LSG vs MI Live score)। 

জ্বলে উঠলেন দুই ওপেনার.এইডেন মার্করাম এবং মিচেল মার্শ। মার্করাম খেললেন ৩১ বলে ৬০ রানের অসাধারণ ইনিংস। অন্যদিকে, মিচেল মার্শ করলেন ৩৮ বলে ৫৩ রান। তবে তারা আউট হতেই কিছুটা বিপাকে পড়ে সুপার জায়ান্টসরা। কারণ, মিডল অর্ডার সেইভাবে ভরসা দিতে পারেনি। লাগাতার ভালো পারফর্ম করা নিকোলাস পুরান এদিন ব্যর্থ হন। তাঁর সংগ্রহে ১২ রান (LSG vs MI 2025)। 

অধিনায়ক পন্থের অবস্থা আরও তথৈবচ। মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।তবে লোয়ার মিডল অর্ডারে নেমে দলকে বেশ ভরসা দেন আয়ূষ বাদোনি। তাঁর ঝুলিতে ৩০ রান। অপরদিকে বিগ হিটার ডেভিড মিলার শেষদিকে নেমে কাজের কাজটি করে দেন। তিনি করেন ১৪ বলে ২৭ রান। আর সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তুলে নেয় লখনউ (IPL 2025 live score)।

তবে মুম্বইয়ের হয়ে এদিন দুরন্ত বোলিং করেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি একাই নেই ৫টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, ভিগনেশ পুথুর (IPL 2025 points table)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে