মহেন্দ্র সিং ধোনি বাংলা বুঝতে পারেন জানত না বাংলাদেশ!তার পর মাঠে হল এমন মজার ঘটনা। নিজেই জানালেন ধোনি।
দীর্ঘ দিন খড়্গপুরে রেলওয়ের হয়ে চাকরি করেছেন মহেন্দ্র সিং ধোনি। তার সুবাদেই বাংলাটা ভালোই বোঝেন। অনেক দিনের অনভ্যাসে হয়তো ভাষায় মর্চে পড়েছে কিন্তু বোঝার ক্ষেত্রে কোনও অসুবিধা ছিল না তাঁর। আর এই কথা জানত না বাংলাদেশ ক্রিকেটাররা। তার পর মাঠে হল এমন মজার ঘটনা। নিজেই জানালেন ধোনি। দেখুন ভাইরাল ভিডিও।