তৃতীয় দিনের শেষে ১৮৬ রানে এগিয়ে ইংল্যান্ড, ম্যাঞ্চেস্টার টেস্টে চাপে ভারত

Published : Jul 25, 2025, 11:55 PM ISTUpdated : Jul 26, 2025, 12:11 AM IST
Joe Root (Photo: ICC)

সংক্ষিপ্ত

England vs India: ম্যাঞ্চেস্টারের (Manchester) ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ। এই ম্যাচে চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। চতুর্থ দিনের প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Manchester Test Match: ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষে বেশ চাপে ভারতীয় দল। দিনের শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৫৪৪। ভারতের চেয়ে ১৮৬ রানে এগিয়ে ইংল্যান্ড। ১৩৪ বলে ৭৭ রান করে অপরাজিত ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। ৫২ বলে ২১ রান করে অপরাজিত লিয়াম ডসন (Liam Dawson)। ২৪৮ বলে ১৫০ রান করেছেন জো রুট (Joe Root)। ওপেনার জাক ক্রলি (Zak Crawley) ১১৩ বলে ৮৪ রান করেন। অপর ওপেনার বেন ডাকেট (Ben Duckett) ১০০ বলে ৯৪ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১২৮ বলে ৭১ রান করেন অলি পোপ (Ollie Pope)। হ্যারি ব্রুক (Harry Brook) ১২ বল খেলে ৩ রান করেন। উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ (Jamie Smith) ১৯ বল খেলে ৯ রান করেন। ক্রিস ওকস (Chris Woakes) ১৭ বলে ৪ রান করেন।

জাডেজা-ওয়াশিংটনের জোড়া উইকেট

ভারতীয় দলের হয়ে ১৯ ওভার বোলিং করে ৪ মেডেন-সহ ৫৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ৩৩ ওভার বোলিং করে ১১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ২৮ ওভার বোলিং করে ৫ মেডেন-সহ ৯৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ১৮ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ৮৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন অংশুল কম্বোজ (Anshul Kamboj)। ২৬ রান দিয়ে ৪ মেডেন-সহ ১১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। উইকেট পাননি একমাত্র শার্দুল ঠাকুর (Shardul Thakur)। এই অলরাউন্ডারের খারাপ পারফরম্যান্স অব্যাহত। তিনি ১১ ওভার বোলিং করে ৫৫ রান দিয়েছেন।

ম্যাচ বাঁচাতে পারবে ভারতীয় দল?

এই ম্যাচের এখনও ২ দিন বাকি। প্রথম ইনিংসে ইংল্যান্ড যত বেশি রানের লিড নেবে, ততই ভারতীয় দলের উপর চাপ বাড়বে। ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটারদের অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে। না হলে ম্যাঞ্চেস্টারেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলবে ইংল্যান্ড।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?