পেশিতে টান ধরেছে, ম্যাঞ্চেস্টার টেস্টের শেষ দিন বোলিং করতে পারবেন বেন স্টোকস?

Published : Jul 27, 2025, 10:02 AM ISTUpdated : Jul 27, 2025, 10:10 AM IST
Ben Stokes

সংক্ষিপ্ত

England vs India: রবিবার ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) পঞ্চম তথা শেষ দিন। ম্যাচের যা পরিস্থিতি তাতে ভারতীয় দলের পক্ষে জয় পাওয়া সম্ভব নয়। ম্যাচ বাঁচানোর জন্যই লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতের ব্যাটাররা।

Ben Stokes injury: প্রথম ইনিংসে ২৪ ওভার বোলিং করে ৩ মেডেন-সহ ৭২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে কি বোলিং করতে পারবেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)? শনিবার দীর্ঘ সময় ব্যাটিং করেন এই অলরাউন্ডার। তিনি ১৯৮ বল খেলে ১৪১ রান করেন। এই ইনিংস চলাকালীন তাঁর পায়ের পেশিতে টান ধরে। এই কারণেই রবিবার ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) শেষ দিন স্টোকসের পক্ষে বোলিং করা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসে ৬৩ ওভার হয়ে গেলেও, বোলিং করেননি ইংল্যান্ডের অধিনায়ক। এই কারণেই রবিবার ম্যাচের শেষ দিন তাঁর বোলিং করা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। এ বিষয়ে ইংল্যান্ড দলের সহকারী কোচ মার্কাস ট্রেসকথিক (Marcus Trescothick) বলেছেন, ‘বেন স্টোকসের পায়ের পেশি ফুলে আছে। জায়গাটা শক্তও হয়ে আছে। ওকে গত কয়েকদিন ধরে প্রচণ্ড চাপ নিতে হয়েছে। তারপর ও প্রথম ইনিংসে ব্যাটিং করেছে। ওর পায়ের পেশিতে টান ধরেছে। আমরা আশা করছি রাতে বিশ্রাম নেওয়া এবং ফিজিওর পরিচর্যার পর ও মাঠে ফিরবে এবং কিছুটা বোলিং করতে পারবে।’ কিন্তু ট্রেসকথিক এ কথা বললেও, জোর দিয়ে বলতে পারছেন না যে স্টোকস বোলিং করবেন। ইংল্যান্ড শিবির খুব বেশি আশাবাদী হয়ে উঠতে পারছে না।

লড়াইয়ে শুবমান-রাহুল

শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই প্রবল চাপে পড়ে যায় ভারতীয় দল। চতুর্থ বলেই আউট হয়ে যান যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। পরের বলেই আউট হয়ে যান সাই সুদর্শন (Sai Sudharsan)। রান হওয়ার আগেই জোড়া উইকেট খুইয়ে বসে ভারতীয় দল। সেই অবস্থায় পাল্টা লড়াই শুরু করেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) এবং ওপেনার কে এল রাহুল (KL Rahul)। তাঁরা ৬২ ওভার ব্যাটিং করে ১৭৪ রান যোগ করেছেন। ২১০ বল খেলে ৮৭ রান করে অপরাজিত রাহুল। ১৬৭ বল খেলে ৭৮ রান করে অপরাজিত শুবমান। ম্যাচ বাঁচানোর ক্ষেত্রে এই জুটিই ভারতের সবচেয়ে বড় ভরসা।

ম্যাচ বাঁচাতে পারবে ভারত?

ইংল্যান্ডের চেয়ে এখনও ১৩৭ রানে পিছিয়ে ভারতীয় দল। ফলে শুবমান-রাহুলের লড়াই শেষ হয়নি। ম্যাচ বাঁচাতে হলে রান বাড়িয়ে যেতে হবে। রবিবার প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরুতে উইকেট না হারালে ভারতের পক্ষে ম্যাচ বাঁচানো সহজ হতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে