মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে কোমায়, জীবন বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ব্যাটার

Published : Dec 31, 2025, 02:12 PM ISTUpdated : Dec 31, 2025, 02:23 PM IST
Damien Martyn

সংক্ষিপ্ত

Damien Martyn: ন'য়ের দশকের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর অস্ট্রেলিয়ার (Australia) মিডল অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন ডেমিয়েন মার্টিন। তিনি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। এই প্রাক্তন ক্রিকেটারই এখন গুরুতর অসুস্থ।

DID YOU KNOW ?
মারাত্মক রোগ মেনিনজাইটিস
কোনও ব্যক্তি মেনিনজাইটিসে আক্রান্ত হলে মস্তিষ্ক ও মেরুদণ্ডের মারাত্মক ক্ষতি হয়। ডেমিয়েন মার্টিনের ক্ষেত্রেও সেটাই হয়েছে।

Damien Martyn in induced coma: অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন ব্যাটার ডেমিয়েন মার্টিন মেনিনজাইটিসে (Meningitis) আক্রান্ত হওয়ার পর কোমায় (Coma) চলে গিয়েছেন। তাঁর এই শারীরিক অবস্থা নিয়ে ক্রিকেট দুনিয়া উদ্বিগ্ন। সবাই প্রার্থনা করছেন, এই বিশ্বকাপজয়ী ব্যাটার যেন সুস্থ হয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এই প্রাক্তন ক্রিকেটারের বয়স ৫৪ বছর। তিনি মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার ফলে মস্তিষ্ক ও মেরুদণ্ডের ক্ষতি হচ্ছে। তিনি ২৬ ডিসেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরেই তাঁকে ব্রিসবেনের (Brisbane) এক হাসপাতালে ভর্তি করা হয়। অস্ট্রেলিয়া দলে মার্টিনের প্রাক্তন সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা চলছে। তবে শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়। জীবন বাঁচানোর জন্য এই প্রাক্তন ক্রিকেটারকে লড়াই চালাতে হচ্ছে। তাঁর পরিবার, শুভানুধ্যায়ী, সতীর্থদের পাশাপাশি সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন।

প্রার্থনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারাও

গিলক্রিস্ট জানিয়েছেন, 'ও সেরা চিকিৎসাই পাচ্ছে। ওর স্ত্রী আমান্দা ও পরিবার জানে যে অনেকেই প্রার্থনা করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন।' ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) সিইও টড গ্রিনবার্গ (Todd Greenberg) মার্টিনের দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ডেমিয়েনের অসুস্থতার কথা শুনে আমি দুঃখ পেয়েছি। ক্রিকেট অস্ট্রেলিয়া ও সামগ্রিকভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত সবার পক্ষ থেকে এই সময় আমরা ওকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই ওর পাশে আছি।’

শিল্পী ব্যাটার ছিলেন মার্টিন

১৯৯২ সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মার্টিনের। এই শিল্পী ব্যাটার রাজকীয় স্ট্রোক প্লে-র জন্য বিখ্যাত ছিলেন। তিনি ৬৭টি টেস্ট ম্যাচ এবং ২০৮টি ওডিআই ম্যাচ খেলেছেন। ১৯৯৯ ও ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৮৪ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন মার্টিন। তিনি রিকি পন্টিংয়ের (Ricky Ponting) সঙ্গে ২৩৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই ব্যাটারই এখন গুরুতর অসুস্থ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯৯৯ ও ২০০৩ সালে বিশ্বকাপ জিতেছেন ডেমিয়েন মার্টিন।
অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৯ ও ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ডেমিয়েন মার্টিন।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SL Women T20: টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি দীপ্তি শর্মা, ভাঙলেন মেগান শটের রেকর্ড
Indian Cricket Stadium Capacity: ভারতের বুকে ১,৩২,০০০ আসন বিশিষ্ট নয়া স্টেডিয়াম? পাঁচটি শহরকে ছাড়পত্র