IND vs NZ ODI: গিলকে বাঁচানো হল, কিন্তু সুন্দরকে নামানো হল! তীব্র সমালোচনা মহম্মদ কাইফের

Published : Jan 13, 2026, 06:56 PM IST
IND vs NZ ODI: গিলকে বাঁচানো হল, কিন্তু সুন্দরকে নামানো হল! তীব্র সমালোচনা মহম্মদ কাইফের

সংক্ষিপ্ত

IND vs NZ ODI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় অধিনায়ক শুভমান গিলের ঘাড়ে চোট লাগার পর তাঁকে ব্যাটিং করতে না নামিয়ে সোজা হাসপাতালে পাঠানো হয়।

IND vs NZ ODI: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে, চোট পাওয়া সত্ত্বেও ওয়াশিংটন সুন্দরকে ব্যাট করতে নামানোর জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Washington Sundar injury update)। এই প্রসঙ্গে কাইফ বলেন, চোট নিয়ে ব্যাট করতে নামায় সুন্দরের চোট আরও গুরুতর হয়েছে এবং যে চোট মাত্র কয়েক সপ্তাহে সেরে যেত, তা সারতে এখন কয়েক মাস সময় লাগতে পারে (Indian team management controversy)।

সুন্দরকে কেন নামানো হল? উঠছে প্রশ্ন

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় অধিনায়ক শুভমান গিলের ঘাড়ে চোট লাগার পর তাঁকে ব্যাটিং করতে না নামিয়ে সোজা হাসপাতালে পাঠানো হয়। পরে সেই ম্যাচে, গিল আর ব্যাট করতেই নামেননি। তবে সেদিন গিল যদি ব্যাট করতে নামতেন এবং ২০-৩০ রান করতেন, তাহলে ভারতের জন্য তা অনেকটাই উপকারী হত। সেই চোট যাতে গুরুতর না হয়, সেইজন্য গিলকে সম্পূর্ণভাবেই বিশ্রাম দেওয়া হয় এবং হাসপাতালে পাঠানো হয়।

কিন্তু সুন্দরের ক্ষেত্রে সেই মনোভাব দেখায়নি টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই বলা হচ্ছে যে, টিম ইন্ডিয়ার এই মনোভাবের জন্যই সুন্দরের চোট গুরুতর হয়েছে। কাইফ তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “দৌড়তে কষ্ট হওয়ায় সুন্দর সিঙ্গেল নিয়ে রাহুলকে স্ট্রাইক দিতে পারেননি। ভারত ম্যাচ জিতলেও আমি বিশ্বাস করি যে, এটি সুন্দরের চোটকে আরও বাড়িয়ে দিয়েছে। এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। সুন্দরের পরিবর্তে কুলদীপ, প্রসিধ বা সিরাজকে ক্রিজে পাঠানো যেত। সেখানে এক বলে এক রান করার পরিস্থিতি ছিল। তাই সুন্দরকে পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল।" 

সুন্দরের পরিবর্তে আয়ুষ বাদোনি

প্রথম একদিনের ম্যাচে বোলিং করার সময়, চোট পাওয়ার জেরে ওয়াশিংটন সুন্দর আর সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ এবং বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছিলেন। নির্বাচকরা একদিনের সিরিজের বাকি ম্যাচগুলির জন্য সুন্দরের পরিবর্তে আয়ুষ বাদোনিকে দলে নিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপ ২০২৬: ওয়াশিংটন সুন্দর ছিটকে গেলে পরিবর্ত হিসেবে কে সুযোগ পেতে পারেন?
বিশ্বকাপ খেলতে ভারতে না আসার সিদ্ধান্তে অটল বাংলাদেশ, এই নির্দেশ দিল ICC