অন্ধ্রপ্রদেশের নন্দীগামায় আবার ৭৭ ফুট লম্বা কাটআউট তৈরি করেছেন ধোনির অনুরাগীরা। শুক্রবার ধোনির জন্মদিনে তাঁর কাটআউটে দুধ ঢাললেন অনুরাগীরা।
৪২ বছর পূর্ণ করলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর জন্মদিন উপলক্ষে হায়দরাবাদে তৈরি করা হয়েছে ৫২ ফুট লম্বা কাটআউট। অন্ধ্রপ্রদেশের নন্দীগামায় আবার ৭৭ ফুট লম্বা কাটআউট তৈরি করেছেন ধোনির অনুরাগীরা। শুক্রবার ধোনির জন্মদিনে তাঁর কাটআউটে দুধ ঢাললেন অনুরাগীরা।