এক অনুরাগীর আহ্বানে সাড়া দিয়ে তাঁর সুপার বাইকে সওয়ার হলেন ধোনি। তিনি সেই বাইকে অটোগ্রাফও দেন। সুপার বাইকের সামনে অটোগ্রাফ দেওয়ার আগে নিজের টি-শার্ট দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করেন ধোনি।
এক অনুরাগীর আহ্বানে সাড়া দিয়ে তাঁর সুপার বাইকে সওয়ার হলেন ধোনি। তিনি সেই বাইকে অটোগ্রাফও দেন। সুপার বাইকের সামনে অটোগ্রাফ দেওয়ার আগে নিজের টি-শার্ট দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করেন ধোনি। তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ধোনির সারল্য দেখে তাঁর অনুরাগীরা অভিভূত।