ICC World Cup 2023: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেদাল্যান্ডসের, বাবারদের বড় পরীক্ষা আজ

Published : Oct 06, 2023, 01:56 PM ISTUpdated : Oct 06, 2023, 01:58 PM IST
pak

সংক্ষিপ্ত

হায়দরাবাদে আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং নেদারল্যান্ডস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। গত কয়েক দিন হায়দরাবাদে বৃষ্টি হয়েছে। তাই প্রথমে বোলিং করে স্যাঁতস্যাঁতে উইকেটের সুবিধা নিতে চেয়েছেন অধিনায়ক।

হায়দরাবাদে আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং নেদারল্যান্ডস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। গত কয়েক দিন হায়দরাবাদে বৃষ্টি হয়েছে। তাই প্রথমে বোলিং করে স্যাঁতস্যাঁতে উইকেটের সুবিধা নিতে চেয়েছেন অধিনায়ক। বাবারও জানান, টসে জিতলে তিনি আগে বোলিং করতেন।

পাকিস্তান টিমে বড় কোনও চোট আঘাত নেই। শুধুমাত্র নাসির শাহ চোটের কারণে বিশ্বকাপের আগেই ছিটকে গিয়েছেন। বাকি প্রায় এশিয়া কাপের দল নিয়েই মাঠে নামছে পাকিস্তান। নেদারল্যান্ডস অন্য দিকে খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায় না। ফলে সারপ্রাইজ এলিমেন্ট থাকতেই পারে। উপরন্তু প্রত্যাশার চাপ না থাকায় তারা নির্ভয়ে ক্রিকেট খেলতে পারবে। পিচ ব্যাটিং সহায়ক। তবে শুরু পেসাররা সুবিধা পাবেন।

এক নজরে দেখে দুই দলের প্রথম একাদশ

পাকিস্তান: ইমান উল হক, ফখর জামান, বাবার আজম, মহম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ

নেদারল্যান্ডস: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও ডোড, কলিন অ্যাকারম্যান, বাস ডে লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বিক, রোলোফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন

PREV
click me!

Recommended Stories

IND vs NZ ODI: গিলকে বাঁচানো হল, কিন্তু সুন্দরকে নামানো হল! তীব্র সমালোচনা মহম্মদ কাইফের
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ওয়াশিংটন সুন্দর ছিটকে গেলে পরিবর্ত হিসেবে কে সুযোগ পেতে পারেন?