প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান লারার চেয়ে বেশি শতরান, জাতীয় দলে ফিরবেন চেতেশ্বর পূজারা?
বেঙ্গালুরু টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয়ে দুই অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের নাম উঠে এসেছে। এরই মধ্যে রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখালেন পূজারা।
Soumya Gangully | Published : Oct 21, 2024 2:32 PM / Updated: Oct 21 2024, 06:26 PM IST
রঞ্জি ট্রফির ম্যাচে ছত্তীশগড়ের বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখালেন চেতেশ্বর পূজারা। তিনি দ্বিশতরান করেছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৬-তম শতরান করলেন অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা
ছত্তীশগড়ের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করার মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকায় উপরের দিকে উঠে এলেন চেতেশ্বর পূজারা।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দিলেন চেতেশ্বর পূজারা
প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৬-তম শতরান করে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দিলেন চেতেশ্বর পূজারা।
সোমবার প্রথম শ্রেণির ক্রিকেটে ২১,০০০ রান পূর্ণ করলেন চেতেশ্বর পূজারা
ছত্তীশগড়ের বিরুদ্ধে অসাধারণ ইনিংসের মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে ২১,০০০ রান পূর্ণ করলেন চেতেশ্বর পূজারা।
জাতীয় দলের পাশাপাশি রঞ্জি ট্রফিতেও ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন চেতেশ্বর পূজারা
রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে বছরের পর বছর ধরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন চেতেশ্বর পূজারা। তিনি একাধিকবার সবচেয়ে বেশি রান করেছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ রান করার নজিরও গড়েছেন চেতেশ্বর পূজারা
প্রথম শ্রেণির ক্রিকেটে চেতেশ্বর পূজারার সর্বাধিক স্কোর ৩৫২। এই ব্যাটারের বয়স ৩৬ বছর। তিনি আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলতে পারেন।
আসন্ন অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ভারতীয় দলে সুযোগ পাবেন পূজারা-রাহানে
এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কারণে অনেকে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানেকে ভারতীয় দলে ফেরানোর দাবি জানাচ্ছেন।
অস্ট্রেলিয়ার পেস সহায়ক পিচে টেস্ট ম্যাচে ৩ নম্বরে ভালো ব্যাটিং করতে পারেন চেতেশ্বর পূজারা
বিদেশের মাটিতে ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়া সফরে তিন নম্বরে ব্যাটিং করার উপযুক্ত ব্যক্তি হতে পারেন পূজারা।
টেস্ট ক্রিকেটে যে কোনও উইকেটে ৩ নম্বরে শুবমান গিলের চেয়ে এগিয়ে চেতেশ্বর পূজারা
বেঙ্গালুরু টেস্ট ম্যাচে শুবমান গিল খেলতে না পারায় তিন নম্বরে ব্যাটিং করেন বিরাট কোহলি। তবে অস্ট্রেলিয়া সফরে তিন নম্বরে ব্যাটিং করতে পারেন শুবমান। অভিজ্ঞতা ও পরিসংখ্যানে শুবমানের চেয়ে এগিয়ে চেতেশ্বর পূজারা।
ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে ১৯ শতরান, ৩৫ অর্ধশতরান করেছেন চেতেশ্বর পূজারা
ভারতীয় দলের হয়ে ১০৩ টেস্ট ম্যাচ খেলে ৭,১৯৫ রান করেছেন চেতেশ্বর পূজারা। তাঁর শতরানের সংখ্যা ১৯ এবং অর্ধশতরানের সংখ্যা ৩৫। টেস্টে পূজারার সর্বাধিক স্কোর অপরাজিত ২০৬। তাঁর ব্যাটিংয়ের গড় ৪৩.৬০।
ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন চেতেশ্বর পূজারা
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন চেতেশ্বর পূজারা। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম ব্যাটার হিসেবে ফলো-অন করতে নেমে দ্বিশতরান করার নজির গড়েন।
চেতেশ্বর পূজারা যে ফর্মে আছেন, তাতে জাতীয় দলে ফের সুযোগ পেলেন ভালো পারফরম্যান্স দেখাতে পারেন
বর্তমানে যাঁরা ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলছেন, তাঁদের মধ্যে অভিজ্ঞতার বিচারে সামনের সারিতে চেতেশ্বর পূজারা। ফলে অস্ট্রেলিয়া সফরে সুযোগ দিলে তাঁর অভিজ্ঞতা কাজে লাগতে পারে।