৩৩ বছর পর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইডেন গার্ডেন্সে সৌরাষ্ট্র্রের বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলা। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে সৌরাষ্ট্র। রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার হয়ে অভিষেক হল সুমন্ত গুপ্তর।
04:36 PM (IST) Feb 16
ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ফাইনালে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রর স্কোর ২ উইকেটে ৮১। দিনের শেষে ক্রিজে হার্বিক দেশাই (৩৮) ও চেতন সাকারিয়া )(২)।
04:23 PM (IST) Feb 16
মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে আউট বিশ্বরাজ জাদেজা (২৫)। সৌরাষ্ট্রর দ্বিতীয় উইকেট পেল বাংলা।
04:07 PM (IST) Feb 16
সৌরাষ্ট্রর প্রথম উইকেট তুলে নিলেও, তারপর থেকে আর কোনও ব্যাটারকে চাপে ফেলতে পারছেন না বাংলার বোলাররা। রান বাড়িয়ে চলেছে সৌরাষ্ট্র।
03:35 PM (IST) Feb 16
৩৮ রানে প্রথম উইকেট হারাল সৌরাষ্ট্র। আকাশ দীপের বলে বোল্ড জয় গোহিল (৬)।
03:21 PM (IST) Feb 16
সৌরাষ্ট্রর দুই ওপেনার হার্বিক দেশাই ও জয় গোহিল শুরু থেকেই সাবলীলভাবে ব্যাটিং করছেন। তাঁদের উপর চাপ তৈরি করতে ব্যর্থ বাংলার বোলাররা।
03:06 PM (IST) Feb 16
বাংলা প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে যাওয়ার পর এবার ব্যাটিং করতে নেমেছে সৌরাষ্ট্র। দ্রুত উইকেট নেওয়ার লক্ষ্যে বাংলার বোলাররা।
02:51 PM (IST) Feb 16
ইডেন গার্ডেন্সে সৌরাষ্ট্রর বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে গেল বাংলা।
02:47 PM (IST) Feb 16
৯৮ বলে ৫০ রান করে আউট অভিষেক পোড়েল। ১৭৪ রানে ৯ উইকেট হারাল বাংলা।
02:46 PM (IST) Feb 16
শাহবাজ আহমেদের পর অর্ধশতরান করলেন অভিষেক পোড়েল। লড়াই করছে বাংলা।
02:40 PM (IST) Feb 16
৪ রান করে আউট হয়ে গেলেন আকাশ দীপ। ১৭২ রানে ৮ উইকেট হারাল বাংলা।
02:32 PM (IST) Feb 16
দ্বিতীয় সেশনে বাংলাকে লড়াইয়ে ফিরিয়েছেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। শাহবাজ ফিরে যাওয়ার পর এখন বাংলার ভরসা অভিষেক।
02:14 PM (IST) Feb 16
চা পানের বিরতির ঠিক আগে ৬৯ রান করে ধর্মেন্দ্রসিং জাদেজার বলে বিশ্বরাজ জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শাহবাজ আহমেদ। ১৬৬ রানে ৭ উইকেট হারাল বাংলা।
02:09 PM (IST) Feb 16
৬৫ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলার। সেখান থেকে দলের স্কোর ১৬৬ রানে পৌঁছে দিলেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল।
01:51 PM (IST) Feb 16
শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ঘুরে দাঁড়াল বাংলা। ৬ উইকেটে ১৫০ পেরিয়ে গেল বাংলার স্কোর।
01:28 PM (IST) Feb 16
সৌরাষ্ট্রের বিরুদ্ধে পরপর উইকেট হারিয়ে বাংলা দল যখন কোণঠাসা, তখন অসাধারণ অর্ধশতরান করলেন শাহবাজ আহমেদ। তাঁকে যোগ্য সঙ্গত করছেন অভিষেক পোড়েল।
01:15 PM (IST) Feb 16
সৌরাষ্ট্রর বিরুদ্ধে চাপের মুখে দুরন্ত লড়াই শাহবাজ আহমেদের। অর্ধশতরান করতে চলেছেন তিনি।
12:49 PM (IST) Feb 16
প্রথম সেশনে ব্যাটিং করা যতটা কঠিন মনে হচ্ছিল, দ্বিতীয় সেশনে অতটা কঠিন মনে হচ্ছে না। সাবলীলভাবেই ব্যাটিং করছেন শাহবাজ আমহেদ ও অভিষেক পোড়েল।
12:31 PM (IST) Feb 16
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রর বিরুদ্ধে ভালো ব্যাটিং করছেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। এই জুটিই বাংলাকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারে।
12:15 PM (IST) Feb 16
রঞ্জি ট্রফি ফাইনালে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হল। বাংলার হয়ে লড়াই করছেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল।
11:58 AM (IST) Feb 16
শাহবাজ আহমেদ যতক্ষণ ক্রিজে আছেন ভদ্রস্থ স্কোর করার আশা থাকছে বাংলার। ঘরের মাঠে অন্তত ১০০ না করতে পারলে বড় লজ্জায় পড়বে বাংলা দল।
11:40 AM (IST) Feb 16
রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে সেশনের পর বাংলার স্কোর ৬ উইকেটে ৭৮। এখন ক্রিজে শাহবাজ আহমেদ (২৬) ও অভিষেক পোড়েল (৫)।
11:17 AM (IST) Feb 16
রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার হয়ে ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে লড়াই করছেন শাহবাজ আহমেদ। এই বাঁ হাতি ব্যাটার এখন ২৬ রানে অপরাজিত।
10:59 AM (IST) Feb 16
১৭ রান করে খারাপ শট খেলে আউট হয়ে গেলেন আকাশ ঘটক। ৬৫ রানে ৬ উইকেট হারাল বাংলা।
10:41 AM (IST) Feb 16
১৮ ওভারের শেষে বাংলা ৫ উইকেট হারিয়ে ৫৬ রান করেছে। আকাশ ঘটক ১৪ ও শাহবাজ আহমেদ ১৩ রানে ব্যাটিং করছে।
10:28 AM (IST) Feb 16
অনুষ্টুপ মজুমদার আউট হয়ে যাওয়ার পর এখন ক্রিজে আকাশ ঘটক ও শাহবাজ আহমেদ।
10:14 AM (IST) Feb 16
রঞ্জি ট্রফি ফাইনালে ৩৪ রানে ৫ উইকেট খুইয়ে বসল বাংলা। ১৬ রান করে আউট হয়ে গেলেন অনুষ্টুপ মজুমদার।
10:04 AM (IST) Feb 16
রঞ্জি ট্রফি ফাইনালে ১৭ রানে ৪ উইকেট হারানোর পর এখন বাংলা দলের ভরসা অনুষ্টুপ মজুমদার। এই মিডল অর্ডার বড় স্কোর করতে পারলে ভালো জায়গায় থাকবে বাংলা।
09:48 AM (IST) Feb 16
রঞ্জি ট্রফি ফাইনালে এখনও পর্যন্ত বাংলার একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্কের রান করেছেন অনুষ্টুপ মজুমদার।
09:43 AM (IST) Feb 16
১৯৮৯-৯০ মরসুমে বাংলা যখন শেষবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সেবার ফাইনালে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এবার ফাইনালে সৌরাষ্ট্রর বিরুদ্ধে অভিষেক হল ওপেনার সুমন্ত গুপ্তর। এই ওপেনার অবশ্য ১ রান করেই আউট হয়ে গেলেন।
09:41 AM (IST) Feb 16
ইডেনে ঘণ্টা বাজিয়ে রঞ্জি ট্রফি ফাইনাল শুরু করলেন ১৯৮৯৯০ মরসুমে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দলের অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়।
09:32 AM (IST) Feb 16
রঞ্জি ট্রফি ফাইনালে ৭ রান করে আউট বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ১৭ রানে ৪ উইকেট হারাল বাংলা।
09:26 AM (IST) Feb 16
২ রানে ৩ উইকেট হারানোর পর রঞ্জি ট্রফি ফাইনালে বাংলার হয়ে লড়াই করছেন মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার।
09:15 AM (IST) Feb 16
রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ২ রানে ৩ উইকেট হারাল বাংলা। কোনও রান করার আগেই আউট সুদীপ কুমার ঘরামি। জোড়া উইকেট চেতন সাকারিয়ার।
09:13 AM (IST) Feb 16
রঞ্জি ট্রফি ফাইনালের শুরুতেই আউট বাংলার দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ (০) ও সুমন্ত গুপ্ত (১)। ১ রানে ২ উইকেট হারাল বাংলা।
09:07 AM (IST) Feb 16
৪ বল খেলে কোনও রান করার আগেই জয়দেব উনাদকাটের বলে আউট হয়ে গেলেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ।