গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে বিপক্ষের অধিনায়ক রশিদ খানের হ্যাটট্রিকে চাপে পড়ে গিয়েছিল কেকেআর। কিন্তু রিঙ্কু সিংয়ের বিস্ফোরক ইনিংসে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স।
রিঙ্কু সিংয়ের বিস্ফোরক ইনিংসে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে বিপক্ষের অধিনায়ক রশিদ খানের হ্যাটট্রিকে চাপে পড়ে গিয়েছিল কেকেআর। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। পরপর ৫টি ওভার-বাউন্ডারি মেরে কেকেআর-কে জয় এনে দেন রিঙ্কু সিং। কেকেআর-এর হয়ে ৪০ বলে ৮৩ রান করেন ভেঙ্কটেশ আইয়ার। তবে সবাইকে ছাপিয়ে এদিন নায়ক হয়ে উঠলেন রিঙ্কু। আইপিএল-এ ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেললেন রিঙ্কু।