শুক্রবার ভোরবেলা গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন পন্থ।
শুক্রবার ভোরবেলা গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন পন্থ। ভোর সাড়ে ৫টা নাগাদ গাড়িটি দিল্লি-হরিদ্বার হাইওয়েতে ডিভাইডার রেলিংয়ে ধাক্কা মারে। গাড়িটি উল্টে গিয়ে কয়েকবার ডিগবাজি খায়। এরপরেই গাড়িটিতে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরাই পন্থকে টেনে গাড়ি থেকে বের করেন। এরপর এই ক্রিকেটারকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে দেরাদুনের একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথা, ডান হাঁটু, হাত ও পিঠে আঘাত পেয়েছেন পন্থ। তাঁকে হয়তো কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।