Rohit Sharma: ইংল্যান্ড সফরের আগেই সরে গেলেন, টেস্ট ক্রিকেট থেকে অবসর রোহিত শর্মার

Published : May 07, 2025, 08:06 PM ISTUpdated : May 07, 2025, 08:56 PM IST
Rohit Sharma and Virat Kohli

সংক্ষিপ্ত

Rohit Sharma Retirement: টি-২০ (T20) ফর্ম্যাট থেকে আগেই সরে গিয়েছিলেন। এবার লাল বলের ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করে দিলেন রোহিত শর্মা। তিনি এবার শুধু ওডিআই ফর্ম্যাটে খেলবেন।

Rohit Sharma Test Cricket Retirement: ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নতুন অধিনায়কের অধীনে খেলতে নামবে ভারতীয় দল। কারণ, টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে অবসর ঘোষণা করে দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার সারা দেশ যখন 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) নিয়ে মশগুল, তখন নীরবে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন রোহিত। তিনি লিখেছেন, 'আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদায় দেশের প্রতিনিধিত্ব করতে পারা অত্যন্ত সম্মানের বিষয়। বছরের পর বছর ধরে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওডিআই ফর্ম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাব।' রোহিত হয়তো ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চাইছেন।

কেন হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর রোহিতের?

রোহিতের নেতৃত্বে টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। গতবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছিল ভারত। তবে এবার দেশের মাটিতে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) হেরে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারেনি ভারত। ফলে রোহিতের উপর চাপ বাড়ছিল। তিনি সদ্য ৩৮ বছর পূর্ণ করেছেন। ইংল্যান্ড সফরের মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সংস্করণে খেলা শুরু করছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট মহলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সফরে যাবেন না রোহিত। ফলে তাঁর পরিবর্তে কাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে, সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছিল। বুধবার যাবতীয় জল্পনার অবসান ঘটালেন রোহিত।

বিসিসিআই-এর চাপে অবসর? 

কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, ইংল্যান্ড সফরের আগে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সে কথা নিশ্চয়ই রোহিতের কানেও গিয়েছিল। তিনি দলের সাধারণ সদস্য হিসেবে ইংল্যান্ড সফরে যেতে চাননি। এই কারণেই হয়তো টেস্ট ক্রিকেট থেকে সরে গেলেন।

টেস্ট ক্রিকেটে ভারতের পরবর্তী অধিনায়ক কে?

টেস্টে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শুবমান গিল (Shubman Gill)। তবে বুমরা এগিয়ে। কারণ, তিনি অতীতে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন। এই পেসারের নেতৃত্বেই বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচে জয় পায় ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড