এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করে দিয়ে ১০ উইকেটে জয়। ওডিআই বিশ্বকাপের আগে এই সাফল্যে খুশি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ম্যাচের পর বলেছেন, ‘আমরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছি।'
এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করে দিয়ে ১০ উইকেটে জয়। ওডিআই বিশ্বকাপের আগে এই সাফল্যে খুশি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি ম্যাচের পর বলেছেন, ‘আমরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছি। ফাইনালে এরকম পারফরম্যান্স দলের মানসিকতা বুঝিয়ে দিচ্ছে। দলের সবাই খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এভাবে জয় পাব আশা করিনি।’ ওডিআই বিশ্বকাপের আগে শ্রেয়াস আইয়ার ফিট হয়ে যাবেন বলেই জানালেন রোহিত। তবে তিনি অক্ষর প্যাটেলের ব্যাপারে নিশ্চিত নন। ভারতের অধিনায়ক জানালেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ২ ম্যাচে খেলতে পারবেন না অক্ষর। এটাই এখন ভারতীয় দলের চিন্তা।