দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বিমানবন্দরে অনুরাগীদের আবদারে সাড়া দিয়ে তিনি হাসিমুখে ছবি তুললেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কেপ টাউন টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ ড্র করেছে ভারত। সেই কারণে খোশমেজাজেই আছেন রোহিত। বিমানবন্দরে অনুরাগীদের আবদারে সাড়া দিয়ে তিনি হাসিমুখে ছবি তুললেন। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের জন্য প্রস্তুতি নেবেন রোহিত।