আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরানের সংখ্যা ১৬৪। এবার জীবনের ইনিংসেও অর্ধশতরান করে ফেললেন সচিন তেন্ডুলকর। ৫০ বছরের জন্মদিনে তিনি সারা ক্রিকেট বিশ্বের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরানের সংখ্যা ১৬৪। এবার জীবনের ইনিংসেও অর্ধশতরান করে ফেললেন সচিন তেন্ডুলকর। ১৯৭৩ থেকে ২০২৩, দাপটে এগিয়ে চলেছেন সচিন। ৫০ বছরের জন্মদিনে তিনি সারা ক্রিকেট বিশ্বের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি অসংখ্য গুণমুগ্ধ সচিনের। সবাই এই বিশেষ দিনটিতে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের মেন্টর সচিন। এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও সচিনের জন্মদিন পালনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছায়। সবাই মাস্টার ব্লাস্টারের দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করছেন।