হাউস কিপার সেজে হোলির দিনে কাকে রঙ মাখিয়ে ভুত করলেন সচিন? দেখুন ভিডিও

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে খেলার ফাঁকেই সতীর্থদের সঙ্গে হোলি উদযাপনে মেতে উঠলেন সচিন তেন্ডুলকর। হোটেলের ঘর থেকে সতীর্থদের টেনে বের করে আবিরে রাঙিয়ে দিলেন।

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে খেলার ফাঁকেই সতীর্থদের সঙ্গে হোলি উদযাপনে মেতে উঠলেন সচিন তেন্ডুলকর। হোটেলের ঘর থেকে সতীর্থদের টেনে বের করে আবিরে রাঙিয়ে দিলেন। ব্যাটের মতোই পিচকারি চালালেন মাস্টার ব্লাস্টার। তাঁর সঙ্গে হোলির আনন্দে মেতে উঠলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানও।

04:55Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফি জিতে ভারতে ফিরলেন রোহিতরা, দেখুন ভিডিও04:01IND vs NZ : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড: কে জিতবে, কি বলছে ক্রিকেট ভক্তরা, দেখুন07:33মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড, ভারতীয় দলের শুভকামনায় চলছে দেশজুড়ে যজ্ঞ05:57অস্ট্রেলিয়াকে বধ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, শিলিগুড়িতে ভক্তদের উল্লাস05:26অস্ট্রেলিয়াকে উড়িয়ে ফাইনালে ভারত, দেখুন কী বলছেন উচ্ছ্বসিত সমর্থকরা08:38India beats Pakistan : বিরাট-এর পাক-বধ, অকাল দীপাবলিতে মাতলো গোটা ভারত04:37India beats Pakistan : দুবাইতে ভারতের দাপট, পাকিস্তানকে হারিয়ে উল্লাসে মাতল ইন্ডিয়া03:13IND vs PAK Champions Trophy 2025 : ভারত বনাম পাকিস্তান ম্যাচে কোন ৬ জন ক্রিকেটারের দিকে সবথেকে বেশি নজর থাকবে?02:00Champions Trophy 2025: রাত পোহালেই ভারত-পাক ম্যাচ, কারা এগিয়ে থেকে মাঠে নামছে?
Read more