পরিবারের সঙ্গে ইজরায়েলে বেড়াতে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর। জেরুজালেমের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন সচিন।
পরিবারের সঙ্গে ইজরায়েলে বেড়াতে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর। জেরুজালেমের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন সচিন। তিনি লিখেছেন, 'জেরুজালেম থেকে আমার সেলাম।' গত কয়েক বছরে ইজরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। ভারত সফরে এসেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রীও ইজরায়েল সফরে গিয়েছেন। এবার সচিনও ইজরায়েল বেড়াতে গেলেন। জেরুজালেমে সচিনের বেড়ানোর ছবি ও ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।