গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে চোখের সামনে দেখতে পেয়ে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলল একটি শিশু। তাকে কাঁদতে দেখে এগিয়ে গিয়ে আদর করেন রোহিত।
গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে চোখের সামনে দেখতে পেয়ে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলল একটি শিশু। তাকে কাঁদতে দেখে এগিয়ে গিয়ে আদর করেন রোহিত। তিনি শিশুটির গাল টিপে দেন, তাকে কাঁদতে বারণ করেন। রোহিতের সঙ্গে কথা বলার পর কান্না থামে শিশুটির। রোহিত যখন গুয়াহাটির স্টেডিয়াম থেকে বেরোচ্ছিলেন, তখন তাঁকে দেখার জন্য দাঁড়িয়েছিলেন বহু মানুষ। তাঁদের মধ্যে শিশুটিও ছিল। ভারতের অধিনায়ককে একঝলক দেখতে পেয়েই আবেগে কাঁদতে শুরু করে দেয় শিশুটি। তার কান্না শুনে এগিয়ে যান রোহিত। তিনি শিশুটিকে বলেন, 'কান্নার কী হয়েছে? তুই তো ছোট বাচ্চা।' এরপর শিশুটির গাল টিপে দিয়ে রোহিত বলেন, 'তোর গালগুলো মোটা মোটা।'