ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছতে পারে কোন ৪ দল? নিজের মত জানালেন সৌরভ

৫১-তম জন্মদিনে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত নন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকলেও, ক্রিকেট নিয়ে মতামত জানানো থেকে বিরত থাকছেন না সৌরভ।

Soumya Gangully | Published : Jul 8, 2023 7:12 AM IST

110
ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছতে পারে কোন ৪ দল? মতামত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলকে অন্যতম ফেভারিট হিসেবে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ভারতের পাশাপাশি বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে যেতে পারে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড।

210
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে খাটো করে দেখা যাবে না, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের

এবারের ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে খাটো করে দেখতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, অনেক হিসেব বদলে দিতে পারে কিউয়িরা।

310
ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পাকিস্তানকে দেখতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ওডিআই বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট হিসেবে দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁর মতে, পাকিস্তানে সেমি-ফাইনালে পৌঁছলে ভালো হয়। কারণ, সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে।

410
ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমি-ফাইনাল ম্যাচ হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে

ভারত ও পাকিস্তান যদি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে যায়, তাহলে ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। সেই সম্ভাবনার কথা ভেবেই উত্তেজিত সৌরভ গঙ্গোপাধ্যায়।

510
চাপের মুহূর্তে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা, মানছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, ভারতীয় ক্রিকেটাররা মানসিকভাবে শক্তিশালী। তবে একইসঙ্গে সৌরভ মেনে নিয়েছেন, চাপের মুখে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না ভারতীয় দল।

610
ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল চাপ সামাল দিতে পারবে, আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ হওয়ায় ভারতীয় দলের উপর চাপ থাকবেই। তবে বিরাট কোহলি, রোহিত শর্মারা সেই চাপ সামাল দিতে পারবেন বলে আশাবাদী সৌরভ।

710
এবারের ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাবেন রোহিত শর্মা, আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে ৫টি শতরান করা রোহিত শর্মা চাপ নিয়ে খেলতে অভ্যস্ত। ভারতীয় দলের হয়ে খেলার সময় চাপ থাকেই। সেই চাপ সামাল দিয়ে রোহিত এবারও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশাবাদী সৌরভ।

810
ভারতীয় দলের ক্ষেত্রে চাপ কোনও বিষয় নয়, মন্তব্য প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'রাহুল দ্রাবিড় যখন খেলত, তখনও ভালো পারফরম্যান্স দেখানোর চাপ ছিল। এখন ও ভারতীয় দলের প্রধান কোচ। ওর উপর ভালো পারফরম্যান্স দেখানোর চাপ আছে। এই চাপ সবসময়ই থাকবে। চাপ কোনও বিষয় নয়।' 

910
মানসিক চাপ নয়, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারার জন্যই সমস্যা হয়েছে ভারতীয় দলের, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘আমরা মাঝেমধ্যে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো পারফরম্যান্স দেখাতে পারছি না। আমার মনে হয় মানসিক চাপের জন্য এটা হচ্ছে না। পরিকল্পনা কার্যকর করতে পারছি না আমরা।’

1010
এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো পারফরম্যান্স দেখাতে পারবে, আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'ভারতীয় দলের সব ক্রিকেটারই মানসিকভাবে শক্তিশালী। আশা করি এবার ওরা গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো পারফরম্যান্স দেখাতে পারবে।'

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos