শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। দলকে জেতোনার পর তিনি বলেছেন, 'আউটস্যুইং ভালো হচ্ছিল, আমি আউস্যুইংয়ের উপর জোর দিচ্ছি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। দলকে জেতোনার পর তিনি বলেছেন, 'আউটস্যুইং ভালো হচ্ছিল। আমি আউস্যুইংয়ের উপর জোর দিচ্ছি। আমি আউটস্যুইং বলের মাধ্যমে ব্যাটারদের মনে সংশয় তৈরি করার চেষ্টা করছিলাম।' সিরাজ জানিয়েছেন, তিনি যাতে ৫ উইকেট নিতে পারেন, তার জন্য অনেক চেষ্টা করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ৫ উইকেট নেওয়া সম্ভব হয়নি। তবে তিনি হতাশ হচ্ছেন না। ভবিষ্যতে আবার চেষ্টা করবেন। বুধবার ভারত-নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচ হায়দরাবাদে। নিজের শহরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত সিরাজ। তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধুবান্ধব, পরিচিতরা ম্যাচ দেখতে যাবেন। সবার সামনে ফের অসাধারণ বোলিং করে ভারতকে জেতানোই সিরাজের লক্ষ্য।