বিরাটের জন্মদিনে ওড়িশার সমুদ্র-সৈকতে বালির স্থাপত্য গড়ে ভালোবাসা জানালেন ভারতের বিখ্যাত বালি-শিল্পী সুদর্শন পট্টনায়েক। ভারতের জন্য আজ 'বিরাট' দিন। সুদর্শনের হাত ধরে ক্রিকেটকে আরও একবার জিতিয়ে দিল বালি-ছবি।
বিরাট কোহলির ৩৫ তম জন্মদিন তাঁর ভক্তদের কাছে এক উন্মাদনার কারণ হতেই পারে, কিন্তু, সমগ্র ক্রিকেট বিশ্বের ইতিহাসে এটা 'বিরাট' অনন্য পদক্ষেপ। আর, ভারতের ক্রিকেটীয় ইতিহাসে এটা আরেকটা মাইলফলক তো বটেই। আজকের দিন, ৫ নভেম্বর, ২০২৩, ভারতীয় ক্রিকেটের চমকপ্রদ আক্রমণাত্মক খিলাড়ি, তথা ক্যাপ্টেন, বিরাট কোহলির বয়সে আর অভিজ্ঞতায় আরও একটা নম্বরের পালক যোগ করল। তাঁর জন্মদিনে ওড়িশার সমুদ্র-সৈকতে বালির স্থাপত্য গড়ে ভালোবাসা জানালেন ভারতের বিখ্যাত বালি-শিল্পী সুদর্শন পট্টনায়েক। ভারতের জন্য আজ 'বিরাট' দিন। সুদর্শনের হাত ধরে ক্রিকেটকে আরও একবার জিতিয়ে দিল বালি-ছবি।