T20 World Cup 2026: বিতর্কের মাঝেই এবার আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্যও দল ঘোষণা করল বাংলাদেশ, অধিনায়ক লিটন দাস

Published : Jan 04, 2026, 06:09 PM IST
T20 World Cup 2026: বিতর্কের মাঝেই এবার আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্যও দল ঘোষণা করল বাংলাদেশ, অধিনায়ক লিটন দাস

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: আসন্ন ২০২৬ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। 

T20 World Cup 2026: বিতর্কের মাঝেই এবার আসন্ন ২০২৬ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল বাংলাদেশ (bangladesh squad for 2026 world cup)। লিটন দাসের নেতৃত্বে ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। যাকে বিসিসিআই-এর নির্দেশে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে (t20 cricket world cup 2026)। 

অধিনায়ক হলেন লিটন দাস এবং সহ-অধিনায়ক হলেন সইফ হাসান

যদিও মেগা নিলামে কেকেআর তাঁকে দলে নেয়। কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর, ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে পরিষ্কার নির্দেশ দেয় যে, মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে হবে। সেই মোতাবেক দল থেকে বাদ দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পোস্টার থেকেও মুস্তাফিজুরকে সরিয়ে দেয় নাইট ম্যানেজমেন্ট। 

আর এইসব বিতর্কের মাঝেই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল। সেই দলের অধিনায়ক হলেন লিটন দাস এবং সহ-অধিনায়ক হলেন সইফ হাসান। এশিয়া কাপে দলকে নেতৃত্ব দেওয়া জাকের আলি বাদ পড়লেও তারকা পেসার তাসকিন আহমেদ কিন্তু দলে ফিরে এসেছেন। স্পিনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান এবং রিশাদ হোসেন। 

জাকের আলির অনুপস্থিতিতেও বাংলাদেশের ব্যাটিং লাইনআপের গভীরতা নিয়ে কিছু প্রশ্ন উঠতে পারে। তবে লিটনের নেতৃত্বে ব্যাটিং লাইনআপে রয়েছেন তানজিদ হাসান এবং পারভেজ হোসেন। প্রসঙ্গত, আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ 'সি'-তে রয়েছে। এই গ্রুপের অন্যান্য দলগুলি হল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি।

এই মেগা টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ 'সি'-তে রয়েছে

অন্যদিকে, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তর করার অনুরোধ জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পরেই তাদের তরফে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু বিসিসিআই অবশ্য এই খামখেয়ালিপনাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না। 

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই ভারতে হওয়ার কথা। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ রয়েছে আগামী ৭ ফেব্রুয়ারি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচটির পর, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। 

আর এই সবকটা ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। এরপর ১৭ ফেব্রুয়ারি, নেপালের বিরুদ্ধে ম্যাচের ভেন্যু মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: কোনও দেশের খামখেয়ালি মনোভাবকে বরদাস্ত নয়! ম্যাচ সরানোর দাবি ওড়াল বিসিসিআই
IND vs NZ Series 2026: সেঞ্চুরি করেও দলে নেই হার্দিক! কেন এমন অবাক করা সিদ্ধান্ত বিসিসিআই-এর?