T20 World Cup 2026: বিসিসিআই হেডকোয়ার্টারে জয় শাহ! বাংলাদেশের দাবি মানছে না আইসিসি?

Published : Jan 07, 2026, 12:35 AM ISTUpdated : Jan 07, 2026, 01:38 AM IST
Jay Shah. (Photo- ICC)

সংক্ষিপ্ত

T20 World Cup 2026: সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন আইসিসি কর্তারা। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে সেই কথা হয়েছে তাদের মধ্যে। সেই আলোচনায় উঠে এসেছে, এই মুহূর্তে নতুন করে বিশ্বকাপের সূচি তৈরি সম্ভব নয়।

T20 World Cup 2026: বিসিসিআই হেডকোয়ার্টারে পৌঁছে গেলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আর তারপরেই জল্পনা শুরু, তাহলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি মানছে না আইসিসি (t20 cricket world cup 2026 fixtures)? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই দেশের ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেয় যে, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরানোর কথা দ্রুত বিসিসিআই-কে জানাতে হবে। সেইমতোই, বিসিবি জানায়, তারা ভারতে খেলতে আসতে চায়না। কারণ, ক্রিকেটারদের নিরাপত্তা (t20 cricket world cup 2026 venue)।

নতুন করে বিশ্বকাপের সূচি তৈরি সম্ভব নয়

কার্যত, তারা সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পর, সেই বার্তা পৌঁছয় আইসিসি-তেও। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন আইসিসি কর্তারা। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে সেই কথা হয়েছে তাদের মধ্যে। সেই আলোচনায় উঠে এসেছে, এই মুহূর্তে নতুন করে বিশ্বকাপের সূচি তৈরি সম্ভব নয়।

শোনা যাচ্ছে, বাংলাদেশের দাবি সম্ভবত মানছে না আইসিসি। টি-২০ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে হয়ত সরানো হবেনা। আপাতত সেইরকমই সিদ্ধান্ত নিতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। 

সোমবার, জয় শাহ সহ আইসিসি-র বেশ কয়েকজন কর্তা মুম্বইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের হেডকোয়ার্টারে গিয়ে নয়া এই সমস্যা নিয়ে আলোচনা করেন। তবে সেই বৈঠকে বিসিসিআই কর্তারা বুঝিয়ে দিয়েছেন, কোনওভাবেই তারা বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ হাতছাড়া করতে চান না। এমনকি, বিশ্বকাপের সূচি পরিবর্তন করে নতুন করে সবকিছু ব্যবস্থা করা এখন একেবারেই সম্ভব নয় বলেও তাদের তরফ থেকে জানানো হয়েছে । 

যদিও বিষয়টি এখনও সরকারিভাবে সামনে আসেনি

কারণ, গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার মানে হল, আরও চারটি দেশকেও সেখানে খেলতে পাঠাতে হবে। ফলে, ক্রিকেটারদের যাতায়াত, থাকার ব্যবস্থা এবং প্রয়োজনীয় বিশ্রামের সময় ছাড়াও রয়েছে ম্যাচ সম্প্রচারের বিরাট আয়োজন। 

বিস্তারিত আলোচনার পর, গোটা পরিস্থিতি বিবেচনা করে আইসিসি কর্তারা হয়ত বাংলাদেশের দাবি মতো সূচি পরিবর্তন করতে রাজি হবেন না। এমনটাই সূত্রের খবর। দরকার পড়লে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া এবং জোরদার রাখা হবে। যদিও বিষয়টি এখনও সরকারিভাবে সামনে আসেনি। 

এমনিতে আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই রয়েছে কলকাতায়। একটি ম্যাচ দেওয়া হয়েছে মুম্বইতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND U19 vs SA U19: বৈভব এবং অ্যারনের ব্যাটিং তাণ্ডব! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবারও ফর্মে দুই তারকা
ফিট ঘোষণা বিসিসিআই-এর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছেন শ্রেয়াস আইয়ার