অ্যাশেজ ২০২৫-২৬: ১৪৮ বছরে প্রথমবার! পারথে রেকর্ড শতরানে অস্ট্রেলিয়াকে জেতালেন ট্রেভিস হেড

Published : Nov 22, 2025, 05:59 PM IST
Travis Head

সংক্ষিপ্ত

The Ashes, 2025-26: শুরু হতে না হতেই শেষ! এবারের অ্যাশেজের প্রথম টেস্ট ম্যাচ সম্পর্কে এ কথা বলাই যায়। পারথ স্টেডিয়ামে (Perth Stadium) ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনেই জয় তুলে নিল অস্ট্রেলিয়া (Australia vs England)।

DID YOU KNOW ?
অ্য়াশেজে অপরাজিত অজিরা
দেশের মাটিতে অ্যাশেজ সিরিজে টানা ১৬ ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়া। তারা ১৪ ম্যাচে জয় পেয়েছে।

Australia vs England: ব্যুমেরাং হয়ে গেল বাজবল (Bazball)। ইংল্যান্ডের অস্ত্রেই তাদের বধ করল অস্ট্রেলিয়া। শনিবার পারথ টেস্ট (Perth Test Match) ম্যাচের বয়স দু'দিন হওয়ার আগেই খেলা শেষ হয়ে গেল। ঘরের মাঠে ব্যাটিং তাণ্ডবে ইংল্যান্ডকে উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ট্রেভিস হেড (Travis Head)। তিনি ৮৩ বলে ১২৩ রান করলেন। ৬৯ বলে শতরান পূর্ণ করেন এই তারকা। উসমান খাজা (Usman Khawaja) চোট না পেলে হেডকে ওপেন করতে পাঠানো হত না। খাজার চোট হেডের সামনে যে সুযোগ এনে দেয়, তা তিনি ভালোভাবেই কাজে লাগালেন। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার চতুর্থ ইনিংসে কোনও ব্যাটার শতরান করতে ৭০ বলও নিলেন না। কোনও টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে এটাই দ্রুততম শতরান। হেডের অসামান্য ব্যাটিংয়ের সুবাদেই আট উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া।

পেসারদের স্বর্গরাজ্যে রাজত্ব হেডের

শুক্রবার পারথ টেস্ট ম্যাচের প্রথম দিন ১৯ উইকেটের পতন হয়। প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এরপর শনিবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ১৩২ রানে। এদিনই দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করে ২৮.২ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। হেডের পাশাপাশি ভালো ব্যাটিং করেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। তিনি ৪৯ বল খেলে ৫১ রান করে অপরাজিত থাকেন। হেডের সামনে ইংল্যান্ডের কোনও বোলারই সুবিধা করতে পারেননি। মাঠের সব প্রান্তেই সব শট খেলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার। তিনি ১৬টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। তিনি যখন আউট হন, তখন জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১৩ রান। সেই রান তুলতে অস্ট্রেলিয়ার কোনও সমস্যাই হয়নি।

দেশের মাটিতে অ্যাশেজে অপরাজিত অস্ট্রেলিয়া

২০১০-১১ মরসুমে হারের পর থেকে এখনও পর্যন্ত দেশের মাটিতে অ্যাশেজ সিরিজে কোনও ম্যাচেই হারেনি অস্ট্রেলিয়া। তারা টানা ১৬ ম্যাচে অপরাজিত। এর মধ্যে ১৪ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ড্র হয়েছে দুই ম্যাচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২ দিনেরও কম সময়ে শেষ হয়ে গেল পারথ টেস্ট ম্যাচ।
পারথ স্টেডিয়ামে এবারের অ্যাশেজের প্রথম টেস্ট ম্যাচ শেষ হতে পুরো ২ দিনও লাগল না।
Read more Articles on
click me!

Recommended Stories

নেতৃত্বে ফিরলেন স্টিভ স্মিথ, বক্সিং ডে টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
Vijay Hazare Trophy 2025: আবারও রেকর্ড! মাত্র ৩৩ বলে ঈশান কিষাণের দুরন্ত সেঞ্চুরি, একের পর এক ছক্কার বৃষ্টি