'ওর বয়স হয়েছে, এবার রোহিতের অবসর নেওয়াই উচিত'! নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর মুখ খুললেন আরেক প্রাক্তনী

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় অধিনায়কের পারফরম্যান্স নিয়ে শ্রীকান্তের মন্তব্য।

Subhankar Das | Published : Nov 5, 2024 11:12 AM IST

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পর বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পরাজিত হলে সিনিয়র খেলোয়াড়দের দলে থাকা নিয়েই ঝুঁকি তৈরি হবে বলে বিসিসিআই সতর্ক করে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন হলেন বিসিসিআইয়ের নজরে থাকা খেলোয়াড়। তরুণ প্রতিভারা বাইরে অপেক্ষা করছে বলেও ইঙ্গিত দেয় বিসিসিআই।

এবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কথা বললেন প্রাক্তন ভারতীয় তারকা কে শ্রীকান্ত। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় অধিনায়কের ভালো পারফরম্যান্স না করলে অবসর নেওয়াই ভালো বলে মন্তব্য করেন শ্রীকান্ত। তিনি বলেন, “আপনাকে এগিয়ে ভাবতে হবে। অস্ট্রেলিয়ায় রোহিত যদি ভালো খেলতে না পারে, তাহলে অবসর নেওয়াই ভালো। এরপর সে শুধু ওয়ানডে খেলবে। টি-টোয়েন্টি থেকে সে ইতিমধ্যেই সরে এসেছে। রোহিতের বয়স হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে।”

Latest Videos

রোহিত পুনরুদ্ধারের পথে আছে বলেও মন্তব্য করেন শ্রীকান্ত। “সিরিজ জুড়ে রোহিত খারাপ খেলেছে। অধিনায়কত্বও ভালো যায়নি, সেটা সে স্বীকার করেছে। নিজের দোষ স্বীকার করা বড় কথা। ছন্দে ফিরে আসার জন্য একজন খেলোয়াড়ের প্রথম পদক্ষেপ এটি। নিজের ভুল স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ। এটি একজন মানুষের গুরুত্বপূর্ণ গুণ। সে এটা খোলাখুলিভাবে স্বীকার করেছে। এর অর্থ সে পুনরুদ্ধারের পথে।”

এর আগে কোহলিকে সমর্থন করেও শ্রীকান্ত মন্তব্য করেছিলেন। কোহলি ছন্দে ফিরবে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কোহলি ছন্দে ফিরবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে কোহলি পছন্দ করে। কোহলিকে এখনই অনুপযোগী বলা যাবে না। তার বিরুদ্ধে এ ধরনের সমালোচনা করা খুব তাড়াতাড়ি। আমি এটা মেনে নিতে পারছি না। কোহলির কাছে এখনও অনেক সময় আছে। টেস্ট ক্রিকেটে এক-দুই বছর খারাপ যাওয়া স্বাভাবিক।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর