'ওর বয়স হয়েছে, এবার রোহিতের অবসর নেওয়াই উচিত'! নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর মুখ খুললেন আরেক প্রাক্তনী

Published : Nov 05, 2024, 04:42 PM IST
'ওর বয়স হয়েছে, এবার রোহিতের অবসর নেওয়াই উচিত'! নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর মুখ খুললেন আরেক প্রাক্তনী

সংক্ষিপ্ত

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় অধিনায়কের পারফরম্যান্স নিয়ে শ্রীকান্তের মন্তব্য।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পর বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পরাজিত হলে সিনিয়র খেলোয়াড়দের দলে থাকা নিয়েই ঝুঁকি তৈরি হবে বলে বিসিসিআই সতর্ক করে। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন হলেন বিসিসিআইয়ের নজরে থাকা খেলোয়াড়। তরুণ প্রতিভারা বাইরে অপেক্ষা করছে বলেও ইঙ্গিত দেয় বিসিসিআই।

এবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে কথা বললেন প্রাক্তন ভারতীয় তারকা কে শ্রীকান্ত। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় অধিনায়কের ভালো পারফরম্যান্স না করলে অবসর নেওয়াই ভালো বলে মন্তব্য করেন শ্রীকান্ত। তিনি বলেন, “আপনাকে এগিয়ে ভাবতে হবে। অস্ট্রেলিয়ায় রোহিত যদি ভালো খেলতে না পারে, তাহলে অবসর নেওয়াই ভালো। এরপর সে শুধু ওয়ানডে খেলবে। টি-টোয়েন্টি থেকে সে ইতিমধ্যেই সরে এসেছে। রোহিতের বয়স হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে।”

রোহিত পুনরুদ্ধারের পথে আছে বলেও মন্তব্য করেন শ্রীকান্ত। “সিরিজ জুড়ে রোহিত খারাপ খেলেছে। অধিনায়কত্বও ভালো যায়নি, সেটা সে স্বীকার করেছে। নিজের দোষ স্বীকার করা বড় কথা। ছন্দে ফিরে আসার জন্য একজন খেলোয়াড়ের প্রথম পদক্ষেপ এটি। নিজের ভুল স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ। এটি একজন মানুষের গুরুত্বপূর্ণ গুণ। সে এটা খোলাখুলিভাবে স্বীকার করেছে। এর অর্থ সে পুনরুদ্ধারের পথে।”

এর আগে কোহলিকে সমর্থন করেও শ্রীকান্ত মন্তব্য করেছিলেন। কোহলি ছন্দে ফিরবে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কোহলি ছন্দে ফিরবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে কোহলি পছন্দ করে। কোহলিকে এখনই অনুপযোগী বলা যাবে না। তার বিরুদ্ধে এ ধরনের সমালোচনা করা খুব তাড়াতাড়ি। আমি এটা মেনে নিতে পারছি না। কোহলির কাছে এখনও অনেক সময় আছে। টেস্ট ক্রিকেটে এক-দুই বছর খারাপ যাওয়া স্বাভাবিক।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?