অনূর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ দলে তিন বাঙালি নারী, সাফল্যে আত্মহারা পরিবার। তিতাস সাধুর সাফল্যে খুশি মা ভ্রমর ও বাবা রনদীপ। তিতাস সাধুর বাড়ি হুগলীর চুঁচুড়ায়। অপরদিকে শিলিগুড়ির রিচা ঘোষের বাড়িতেও উচ্ছ্বাস। মেয়ের সাফল্যের উচ্ছসিত গোটা পরিবার।
অনূর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ দলে তিন বাঙালি নারী, সাফল্যে আত্মহারা পরিবার। তিতাস সাধুর সাফল্যে খুশি মা ভ্রমর ও বাবা রনদীপ। তিতাস সাধুর বাড়ি হুগলীর চুঁচুড়ায়। অপরদিকে শিলিগুড়ির রিচা ঘোষের বাড়িতেও উচ্ছ্বাস। মেয়ের সাফল্যের উচ্ছসিত গোটা পরিবার। বাড়িতে রিচা ফিরলেই হবে বড় সেলিব্রেট। জানালেন রিচা ঘোষের মা স্বপ্না ঘোষ। এদিন রিচা ঘোষের বাড়িতে আসেন গৌতম দেব।