দাপট দেখিয়েই রনি ট্রফি চ্যাম্পিয়ন হল বিদর্ভ।
উত্তর হয়ত অনেকেরই অজানা। কিন্তু ঘরোয়া ক্রিকেটে চলতি মরশুমে রীতিমতো দাপট দেখাল বিদর্ভ। রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy Final) কেরালাকে পরাজিত করল তারা। গত ৮ বছরে, এই নিয়ে তিনবার ভারতসেরা হল তারা। যদিও ফাইনাল খেলাটি শেষ হয়নি। তবে প্রথম ইনিংসে লিড নিয়েছিল বিদর্ভ। আর সেই লিডই জেতাল তাদের।
দুটি ইনিংসেই বেশ ভালো ব্যাট করলেন তারা। মূলত, ব্যাটারদের দাপটেই ভারতসেরা হল বিদর্ভ। নাগপুরের মাঠে প্রথমে ব্যাট করে ৩৭৯ রান তোলে বিদর্ভ। দানিশ মালেওয়ার করেন ১৫৩ রান এবং অভিজ্ঞ করুণের সংগ্রহে ৮৬ রান। চলতি মরশুমে বিদর্ভের হয়ে কার্যত, স্বপ্নের ফর্মে রয়েছেন করুণ। তাছাড়া ফাইনালেও সেই ফর্ম বজায় থাকল।
জবাবে প্রথম ইনিংসে বেশ ভালোই খেলছিল কেরালা। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে প্রথম ইনিংসের লিডেই জয় পেয়েছিল তারা। কিন্তু ফাইনালে সেইরকম কিছু ঘটেনি। অধিনায়ক সচিন বেবি ৯৮ রান করেও দলকে লিড এনে দিতে পারেননি। ৩৪২ রানেই শেষ হয়ে যায় কেরালার ইনিংস এবং বিদর্ভ লিড নেয় ৩৭ রানে।
খেলায় দ্বিতীয় ইনিংসেও যথেষ্ট ভালো খেলে বিদর্ভ। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া দানিশ করেন ৭৩ রান। করুণ সেই ইনিংসে নিজের শতরান একেবারেই হাতছাড়া করেননি। চলতি মরশুমে নিজের ক্যারিয়ারের নবম শতরানটি করেন তিনি। দুরন্ত ১৩৫ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। শেষদিকে নেমে দর্শন নালকাণ্ডে অর্ধশতরানও করেন।
শুধু তাই নয়, বিদর্ভকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে পারেনি কেরালা। যখন ৯ উইকেট হারিয়ে বিদর্ভ ৩৭৫ রানে দাঁড়িয়ে, তখন দুই দল খেলা শেষ করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হয়ে যায় বিদর্ভ।
তার আগে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ মরশুমেও রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয় বিদর্ভ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।