দেশে ফিরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মনের কথা শেয়ার করলেন বিরাট কোহলি। তিনি জানান 'আমার ইগো, অহংকার ছাড়তেই মিলেছে সাফল্য'।
দেশে ফিরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মনের কথা শেয়ার করলেন বিরাট কোহলি। তিনি জানান 'আমার ইগো, অহংকার ছাড়তেই মিলেছে সাফল্য'। ইগোকে দমিয়ে খেলাটাকে সম্মান দিতেই তিনি রানে ফিরেছেন বলেও জানান। দেখুন আর কী বললেন কিং কোহলি।