আমরা এখানে সোনা জিততেই এসেছিলাম। সোনা জিতে ভালো লাগছে। অন্য অ্যাথলিটদের শুভেচ্ছা জানাচ্ছি। বললেন ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর।
এশিয়ান গেমস থেকে ক্রিকেটে প্রথম সোনা পেল ভারত। দলের সবাই মিলে চেষ্টা করেছে। দুর্দান্ত ফিল্ডিং হয়েছে। হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ক্রিকেটপ্রেমীরা শেষমুহূর্ত পর্যন্ত উত্তেজনায় কাঁপছিলেন। এই ঐতিহাসিক জয় ভারতীয় ক্রিকেটারদের দৃঢ়চেতা মানসিকতা, অদম্য লড়াইয়ের মানসিকতার প্রমাণ দিয়েছে। 'আমরা এখানে সোনা জিততেই এসেছিলাম। সোনা জিতে ভালো লাগছে। অন্য অ্যাথলিটদের শুভেচ্ছা জানাচ্ছি। যাদের ইভেন্ট এখনও হয়নি, তারাও ভালো পারফরম্যান্স দেখিয়ে পদক জিতুক,' বললেন ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কউর।