সমুদ্রতীরে ছুটি কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী, ছবি দেখে কাত নেটিজেনরা

হার্দিক পান্ডিয়ার মতোই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তাঁর স্ত্রী নাতাসা স্ট্য়ানকোভিচ। সমুদ্রতীরে ছুটি কাটানোর ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন নাতাসা। তাঁর সেই ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। অনেকেই এই অভিনেত্রী ও মডেলের রূপের প্রশংসা করছেন।

Web Desk - ANB | Published : Mar 9, 2023 3:13 PM
18
হার্দিক পান্ডিয়া যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলার প্রস্তুতি নিচ্ছেন, তখন সমুদ্রতীরে ছুটি কাটাচ্ছেন তাঁর স্ত্রী

সমুদ্রের তীরে ছুটি কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচ। তাঁর পরনে বিচ ব্রা ও বিচ প্য়ান্ট। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন নাতাসা। তাঁর অনুরাগীরা এই ছবি দেখে মুগ্ধ।

28
নাতাসা স্ট্য়ানকোভিচ কোথায় ছুটি কাটাতে গিয়েঠেন, সেটা অবশ্য় জানা যায়নি

নাতাসা স্ট্য়ানকোভিচ যেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন, সেখানে তাঁর সঙ্গে হার্দিক পান্ডিয়াকে দেখা যায়নি। কোন সমুদ্রতটে নাতাসা গিয়েছিলেন সেটা জানা যায়নি। 

38
নাতাসা স্ট্য়ানকোভিচের ছবিতে হার্দিক পান্ডিয়া লিখেছেন, 'মাই সেক্সি বেবি'

অসংখ্য অনুরাগীর মতোই স্ত্রী নাতাসা স্ট্য়ানকোভিচের ছবি দেখে মুগ্ধ হার্দিক পান্ডিয়া। তিনি নাতাসার বোহেমিয়ান লুকের প্রশংসা করেছেন।

48
সম্প্রতি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইনস্টাগ্রামে ২৫ মিলিয়ন ফলোয়ারের নজির গড়েছেন হার্দিক পান্ডিয়া

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল-এ অসাধারণ সাফল্যের সুবাদে হার্দিক পান্ডিয়ার ফলোয়ার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। ইনস্টাগ্রামে এখন তাঁর ফলোয়ার সংখ্য়া ২৫ মিলিয়নেরও বেশি।

58
গত মাসে রাজস্থানের উদয়পুরে নাতাসা স্ট্য়ানকোভিচকে নতুন করে বিয়ে করেছেন হার্দিক পান্ডিয়া

ভ্য়ালেন্টাইনস উইকে রাজস্থানের উদয়পুরে গিয়ে খ্রিস্টান ও হিন্দু রীতি মেনে নাতাসা স্ট্য়ানকোভিচকে নতুন করে বিয়ে করেন হার্দিক পান্ডিয়া। এরপর তাঁরা জমজমাট রিসেপশনের আয়োজনও করেন।

68
ছেলে অগস্ত্য়কে নিয়ে সুখে দিন কাটছে নাতাসা স্ট্য়ানকোভিচ-হার্দিক পান্ডিয়ার

নাতাসা স্ট্য়ানকোভিচ ও হার্দিক পান্ডিয়ার ছেলে অগস্ত্য়র বয়স হল আড়াই বছর। অবসর পেলেই তাকে নিয়ে বেড়াতে যান হার্দিক ও নাতাসা।

78
পশ্চিমী হোক বা ভারতীয়, যে কোনও পোশাকেই সাবলীল নাতাসা স্ট্য়ানকোভিচ

নতুন করে বিয়ের সময় গাউনে যেমন সুন্দর লাগছিল নাতাসা স্ট্য়ানকোভিচকে, শাড়িতেও তেমনই অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। যে কোনও পোশাকেই তাঁকে সুন্দর লাগে। এটা নাতাসার পক্ষে সবচেয়ে ভালো দিক।

88
বুধবার আন্তর্জাতিক নারী দিবসে স্ত্রী, মা-সহ পরিবারের মহিলা সদস্যদের শুভেচ্ছা জানান হার্দিক পান্ডিয়া

বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টে স্ত্রী নাতাসা স্ট্য়ানকোভিচ, মা, শাশুড়ি, শ্যালিকা-সহ পরিবারের সব মহিলা সদস্য়কে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান হার্দিক পান্ডিয়া।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos