WPL Auction Live Updates: ২৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে তিতাস সাধু

সংক্ষিপ্ত

মুম্বইয়ে চলছে উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম। দেশ-বিদেশের ৪০৯ জন ক্রিকেটারের মধ্যে থেকে বেছে নেওয়া হচ্ছে ৯০ জনকে। ভারতের প্রথমসারির সব ক্রিকেটারের নামই নিলামে আছে। বিদেশের শতাধিক ক্রিকেটারের নামও নিলামে আছে। ৫টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের বেছে নিচ্ছে।

07:31 PM (IST) Feb 13

মার্কিন যুক্তরাষ্ট্রের তারা নরিসকে দলে নিল দিল্লি ক্য়াপিটালস

মার্কিন ক্রিকেটার তারা নরিসকে ১০ লক্ষ টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্য়াপিটালস।

07:08 PM (IST) Feb 13

১.৪০ কোটি টাকায় ইউপি ওয়ারিয়র্সে দেবিকা বৈদ্য

১.৪০ কোটি টাকা দিয়ে দেবিকা বৈদ্যকে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।

06:53 PM (IST) Feb 13

৩০ লক্ষ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এরিন বার্নস

৩০ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এরিন বার্নসকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

06:39 PM (IST) Feb 13

৩.২০ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ানসে নাতালি স্কিভার-ব্রান্ট

৩.২০ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের ব্যাটার নাতালি স্কিভার-ব্রান্টকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।

06:27 PM (IST) Feb 13

অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডেনার পেলেন ৩.৪০ কোটি টাকা

৩.৪০ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যাশলে গার্ডেনারকে দলে নিল গুজরাট টাইটানস।

06:17 PM (IST) Feb 13

দেড় কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ানসে ইয়াস্তিকা ভাটিয়া

ভারতীয় দলের ওপেনিং ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়াকে ১.৫০ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।

06:02 PM (IST) Feb 13

১০ লক্ষ টাকায় ইউপি ওয়ারিয়র্সে পরশভী চোপড়া

১০ লক্ষ টাকা দিয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য পরশভী চোপড়াকে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।

05:41 PM (IST) Feb 13

৪০ লক্ষ টাকায় ইউপি ওয়ারিয়র্সে শ্বেতা সেহরাওয়াত

৪০ লক্ষ টাকা দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সহ-অধিনায়ক শ্বেতা সেহরাওয়াতকে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।

05:38 PM (IST) Feb 13

২৫ লক্ষ টাকায় তিতাস সাধুকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার তিতাস সাধুকে ২৫ লক্ষ টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

05:28 PM (IST) Feb 13

দল পেলেন না অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী হৃষিতা বসু

অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য হৃষিতা বসু উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম বিডে দল পেলেন না।

05:21 PM (IST) Feb 13

দিল্লি ক্যাপিটালসে অলরাউন্ডার শিখা পাণ্ডে

৬০ লক্ষ টাকা দিয়ে অলরাউন্ডার শিখা পাণ্ডেকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

05:13 PM (IST) Feb 13

৪০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে রাধা যাদব

৪০ লক্ষ টাকা দিয়ে ভারতীয় দলের অলরাউন্ডার রাধা যাদবকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

04:52 PM (IST) Feb 13

৪০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে রাজেশ্বরী গায়কোয়াড়

ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়কে ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

04:49 PM (IST) Feb 13

৭০ লক্ষ টাকায় ইউপি ওয়ারিয়র্সে অ্যালিসা হিলি

অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলিকে ৭০ লক্ষ টাকা দিয়ে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।

04:39 PM (IST) Feb 13

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রিচা ঘোষ

১.৯০ কোটি টাকা দিয়ে বাংলা ও ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

04:19 PM (IST) Feb 13

গুজরাট টাইটানসে হারলিন দেওল

৪০ লক্ষ টাকা দিয়ে ভারতীয় দলের ব্যাটার হারলিন দেওলকে দলে নিল গুজরাট টাইটানস।

04:17 PM (IST) Feb 13

কোনও দলই নিল না হেদার নাইটকে

উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে দল পেলেন না ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট। তাঁর বেস প্রাইস ৪০ লক্ষ টাকা।

03:57 PM (IST) Feb 13

দিল্লি ক্যাপিটালসে অস্ট্রেলিয়ার ব্যাটার মেগ ল্যানিং

১.১০ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার মেগ ল্যানিংকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

03:53 PM (IST) Feb 13

২ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে শেফালি ভার্মা

২ কোটি টাকা দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক শেফালি ভার্মাকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

03:47 PM (IST) Feb 13

২.২০ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে জেমাইমা রডরিগেজ

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার জেমাইমা রডরিগেজকে ২.২০ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস।

03:40 PM (IST) Feb 13

ইউপি ওয়ারিয়র্সে শবনিম ইসমাইল

১ কোটি টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকার পেসার শবনিম ইসমাইলকে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।

03:39 PM (IST) Feb 13

২ কোটি টাকায় গুজরাট টাইটানসে বেথ মুনি

অস্ট্রেলিয়ার বেথ মুনিকে ২ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাট টাইটানস।

03:35 PM (IST) Feb 13

১.৪০ কোটি টাকায় ইউপি ওয়ারিয়র্সে তাহিলা ম্যাকগ্র্যাথ

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহিলা ম্যাকগ্র্যাথকে ১.৪০ কোটি টাকা দিয়ে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।

03:34 PM (IST) Feb 13

৩.২০ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ানসে নাতালি স্কিভার

ইংল্যান্ডের ক্রিকেটার নাতালি স্কিভারকে ৩.২০ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।

03:29 PM (IST) Feb 13

১.৫০ কোটি টাকায় আরসিবি-তে রেণুকা সিং

ভারতীয় দলের সিমার রেণুকা সিংকে ১.৫০ কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

03:23 PM (IST) Feb 13

২.৬০ কোটি টাকায় ইউপি ওয়ারিয়র্সে দীপ্তি শর্মা

২.৬০ কোটি টাকা দিয়ে ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মাকে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।

03:20 PM (IST) Feb 13

সোফি ডিভাইনকে ৫০ লক্ষ টাকা দিয়ে দলে নিল আরসিবি

নিউজিল্যান্ডের ব্যাটার সোফি ডিভাইনকে ৫০ লক্ষ টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

03:17 PM (IST) Feb 13

১.৭০ কোটি টাকায় আরসিবি-তে এলিসি পেরি

অস্ট্রেলিয়ার এলিসি পেরিকে ১.৭০ কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

03:14 PM (IST) Feb 13

উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে ১.৮০ কোটি টাকা দর পেলেন হরমনপ্রীত

ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকে ১.৮০ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

03:09 PM (IST) Feb 13

৩.৪০ কোটি টাকা দিয়ে স্মৃতি মন্ধানাকে নিল আরসিবি

উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন স্মৃতি মন্ধানা। তাঁকে ৩.৪০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে আরসিবি।


More Trending News