মুম্বইয়ে চলছে উইমেনস প্রিমিয়ার লিগের নিলাম। দেশ-বিদেশের ৪০৯ জন ক্রিকেটারের মধ্যে থেকে বেছে নেওয়া হচ্ছে ৯০ জনকে। ভারতের প্রথমসারির সব ক্রিকেটারের নামই নিলামে আছে। বিদেশের শতাধিক ক্রিকেটারের নামও নিলামে আছে। ৫টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের বেছে নিচ্ছে।
07:31 PM (IST) Feb 13
মার্কিন ক্রিকেটার তারা নরিসকে ১০ লক্ষ টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্য়াপিটালস।
07:08 PM (IST) Feb 13
১.৪০ কোটি টাকা দিয়ে দেবিকা বৈদ্যকে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।
06:53 PM (IST) Feb 13
৩০ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এরিন বার্নসকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
06:39 PM (IST) Feb 13
৩.২০ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের ব্যাটার নাতালি স্কিভার-ব্রান্টকে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।
06:27 PM (IST) Feb 13
৩.৪০ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যাশলে গার্ডেনারকে দলে নিল গুজরাট টাইটানস।
06:17 PM (IST) Feb 13
ভারতীয় দলের ওপেনিং ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়াকে ১.৫০ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।
06:02 PM (IST) Feb 13
১০ লক্ষ টাকা দিয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য পরশভী চোপড়াকে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।
05:41 PM (IST) Feb 13
৪০ লক্ষ টাকা দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সহ-অধিনায়ক শ্বেতা সেহরাওয়াতকে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।
05:38 PM (IST) Feb 13
অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার তিতাস সাধুকে ২৫ লক্ষ টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
05:28 PM (IST) Feb 13
অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য হৃষিতা বসু উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম বিডে দল পেলেন না।
05:21 PM (IST) Feb 13
৬০ লক্ষ টাকা দিয়ে অলরাউন্ডার শিখা পাণ্ডেকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
05:13 PM (IST) Feb 13
৪০ লক্ষ টাকা দিয়ে ভারতীয় দলের অলরাউন্ডার রাধা যাদবকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
04:52 PM (IST) Feb 13
ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়কে ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
04:49 PM (IST) Feb 13
অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলিকে ৭০ লক্ষ টাকা দিয়ে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।
04:39 PM (IST) Feb 13
১.৯০ কোটি টাকা দিয়ে বাংলা ও ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
04:19 PM (IST) Feb 13
৪০ লক্ষ টাকা দিয়ে ভারতীয় দলের ব্যাটার হারলিন দেওলকে দলে নিল গুজরাট টাইটানস।
04:17 PM (IST) Feb 13
উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে দল পেলেন না ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট। তাঁর বেস প্রাইস ৪০ লক্ষ টাকা।
03:57 PM (IST) Feb 13
১.১০ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার মেগ ল্যানিংকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
03:53 PM (IST) Feb 13
২ কোটি টাকা দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক শেফালি ভার্মাকে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
03:47 PM (IST) Feb 13
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার জেমাইমা রডরিগেজকে ২.২০ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস।
03:40 PM (IST) Feb 13
১ কোটি টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকার পেসার শবনিম ইসমাইলকে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।
03:39 PM (IST) Feb 13
অস্ট্রেলিয়ার বেথ মুনিকে ২ কোটি টাকা দিয়ে দলে নিল গুজরাট টাইটানস।
03:35 PM (IST) Feb 13
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহিলা ম্যাকগ্র্যাথকে ১.৪০ কোটি টাকা দিয়ে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।
03:34 PM (IST) Feb 13
ইংল্যান্ডের ক্রিকেটার নাতালি স্কিভারকে ৩.২০ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ানস।
03:29 PM (IST) Feb 13
ভারতীয় দলের সিমার রেণুকা সিংকে ১.৫০ কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
03:23 PM (IST) Feb 13
২.৬০ কোটি টাকা দিয়ে ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মাকে দলে নিল ইউপি ওয়ারিয়র্স।
03:20 PM (IST) Feb 13
নিউজিল্যান্ডের ব্যাটার সোফি ডিভাইনকে ৫০ লক্ষ টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
03:17 PM (IST) Feb 13
অস্ট্রেলিয়ার এলিসি পেরিকে ১.৭০ কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
03:14 PM (IST) Feb 13
ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকে ১.৮০ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
03:09 PM (IST) Feb 13
উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন স্মৃতি মন্ধানা। তাঁকে ৩.৪০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে আরসিবি।