ইউপি ওয়ারিয়র্সের কাছে হেরে উইমেনস প্রিমিয়ার লিগে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল গুজরাট জায়ান্টস। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েও গুজরাটকে জেতাতে পারলেন না গুজরাটের ব্যাটার দয়ালান হেমলতা।
ইউপি ওয়ারিয়র্সের কাছে হেরে উইমেনস প্রিমিয়ার লিগে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল গুজরাট জায়ান্টস। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েও গুজরাটকে জেতাতে পারলেন না গুজরাটের ব্যাটার দয়ালান হেমলতা। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৩ বলে ৫৭ রান করে হেমলতা। নিজে ভালো পারফরম্যান্স দেখালেও, দলকে জেতাতে না পেরে হতাশ হেমলতা। তিনি জানিয়েছেন, এই লিগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে একই দলে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন। ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে খেলার সময় এই অভিজ্ঞতা কাজে লাগবে। জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখানোই হেমলতার লক্ষ্য।