রান রেটে দিল্লি ক্যাপিটালসের চেয়ে পিছিয়ে থাকায় উইমেনস প্রিমিয়ার লিগে এলিমিনেটরে খেলতে হবে মুম্বই ইন্ডিয়ানসকে। লিগ পর্যায়ের শেষ ম্যাচ জিতেও সরাসরি ফাইনালে যেতে পারল না মুম্বই।
রান রেটে দিল্লি ক্যাপিটালসের চেয়ে পিছিয়ে থাকায় উইমেনস প্রিমিয়ার লিগে এলিমিনেটরে খেলতে হবে মুম্বই ইন্ডিয়ানসকে। লিগ পর্যায়ের শেষ ম্যাচ জিতেও সরাসরি ফাইনালে যেতে পারল না মুম্বই। তবে দলের পারফরম্যান্সে খুশি ইংল্যান্ডের পেসার ন্যাট স্কিভার-ব্রান্ট। তাঁর আশা, এলিমিনেটরে জিতে ফাইনালে পৌঁছবে দল। মুম্বইয়েই হচ্ছে উইমেনস প্রিমিয়ার লিগের সব ম্যাচ। ফলে স্থানীয় দর্শকদের সমর্থন পাচ্ছেন তাঁরা। এতে খুশি স্কিভার-ব্রান্ট।